গর্ভের ভিতরে সন্তান থাকে কিভাবে?

কোন মন্তব্য নেই

চার মাস পূর্ণ হলেই গর্ভে সন্তানের ভিতর রূহ বা প্রাণ সঞ্চার হয়।
সন্তানের নাভির সঙ্গে মায়ের ফুলের সঙ্গে পাইপের এক ধরনের নাড়ী থাকে।
সেই নাড়ী দিয়েই সন্তান আল্লাহ পাকের হুকুমে তার প্রয়োজনীয় খাদ্য পাইতে
থাকে। এবং সন্তান বড় হতে থাকে।
মায়ের শরীরের রক্ত দিয়েই সন্তানের শরীর গঠন হয়।
নাড়ীর সাহায্য মায়ের শরীর হতে খাদ্যরস সন্তানের শরীরে প্রবেশ করে।
ইহাতে সন্তান পুরিপুষ্ট হয়ে উঠে।
এই ভাবে নয় মাস বা দশ মাস সন্তান তার মায়ের গর্ভে থাকে।
মায়ের খাদ্যদ্রব্যদের সার অংশ গুলো শরীরের সাথে মিশে যায় আর অবশিষ্ট গুলো
পায়খানা প্রসাব হয়ে বের হয়ে যায়।
আল্লাহ পাক তার কুদরতের সাহায্য গর্ভের সন্তান কে মায়ের নাড়ীর সঙ্গে সংযুক্ত করে
মায়ের আহার্য দ্রব্যের সার পদার্থ গুলো খাওয়ান।
ইহা আল্লাহ পাকের শ্রেষ্ট কুদরতের মধ্যে একটি।
ইহা যদি না হতো তবে আল্লাহ পাকের কুদরত কিভাবে প্রকাশ পেত।
গর্ভে থলির মুখ বন্ধ থাকে আর সন্তানের মুখে এক ধরনের বিজল দ্বা্রা আটকানো থাকে আল্লাহ পাকের
ইচ্ছা সন্তান কে আরামে রাখবেন তাই সন্তানকে মুখে দিয়ে কিছু খেতে দেন না।
নাভির সাহায্য খাওয়ায়ে থাকেন।
পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন-হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফী আরহামি কাইফা ইয়াশাউ।
অর্থঃধন্য সেই আল্লাহ পাক যিনি মায়ের গর্ভে যেমনি ইচ্ছা তেমনি তোমাদিগকে পয়দা করেন,
তার শক্তি সীমা নাই।

ইসলামের দৃষ্টিতে স্বামী-স্ত্রীর কর্তব্য ও মধুর মিলন বই থেকে নেওয়া।

ফেসবুক পেইজ এডমিনদের জন্য সর্তক বার্তা।

আপনারা যারা এই ব্লগের পোস্ট কপি করে নিজেদের পেইজে পোস্ট করেন?
পোস্ট করার সময় আমার ব্লগের নাম আপনার পেইজে উলেখ্য করে দিবেন।
তা না হলে মানুষ আপনাদের কে চোর মনে করবে।
-----------------------------------------------------------------
প্রিয় পাঠকঃপোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ।

ব্লগারের সাথে ফেসবুকে যোগাযোগ   করুণ
ফেসবুক ফ্যান পেইজ  দেখুন

এরপর পড়ুনঃ

স্বামী-স্ত্রী সহবাসের কিছু নিয়ম - কানুন।

স্ত্রী সহবাসের দোয়া।

 

নিষিদ্ধ সঙ্গমের দোষ

সহবাস নিষিদ্ধ হওয়ার কারন সমূহ?

 

স্বামী-স্ত্রী সহবাসের পরে কি করতে হয়?

 সঙ্গমের বিধি -নিষেধ।

উল্টা সঙ্গমের দোষ।

অতিরিক্ত সঙ্গমের ক্ষতি

    
   

কোন মন্তব্য নেই :