সহবাসের নিষিদ্ধ সময়।
প্রথম জানিয়া রাখা উচিৎ স্ত্রী লোকের হায়েজ ও নেফাছের সময়ে সহবাস
করা হারাম।
তা ছাড়া দিনে ঠিক দ্বিপ্রহরে, রাত্রে ঠিক দ্বিপ্রহরে, বুধবার রাত্রে , রবিবার রাত্রে, অমাবস্যার রাত্রে,
চাদের প্রথম তারিখে ও পনর তারিখে রাত্রে,ঈদুল ফিতর ও ইদুল আযহার রাত্রে, সূর্যের উত্তাপে,
ছাদ বা চালশূন্য ঘরে, চন্দ্র-সূর্য গ্রহনের সময়ে এবং প্রবাস গমনের পূর্বে রাত্রে স্ত্রী সহবাস নিষিদ্ধ
তিরমিয শরীফে বর্ণিত আছে ,হরযত রাসূল করীম (সাঃ)ফরমাইছেন,
বুধবার রাত্রের সহবাসের সন্তান পিতা মাতা কে কষ্ট দিয়ে থাকে।
চাঁদের প্রথম ও পনর তারিখের সহবাসের সন্তান পাগল ও অত্যাচারী হয়।
ঈদুল আযহাতে রাত্রের সহবাসের সন্তান বাইশ আঙ্গুল বিশিষ্ট হয় এবং বিদেশ গমনের পূর্বে রাত্রের
সহবাসের সন্তান অপব্যয়ী ও পিতা মাতার অবাধ্য হইয়া থাকে।
my facebook@ Syed Rubel Write facebook
Next post @
বয়স অনুযায়ী স্ত্রী সহবাসের ফল।
শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।তাদের কে জানতে দিন অজানা বিষয় গুলি।প্রকাশক ও সম্পাদক ব্লগার_সৈয়দ রুবেললেখকজানার আছে অনেক কিছু
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন