সঙ্গমের বিধি -নিষেধ।

কোন মন্তব্য নেই


স্ত্রী সঙ্গমের বিধি-নিষিধের প্রতি দৃষ্টি রাখা পুরুষের একান্ত কর্তব্য।
ইহাতে ভুল করিলে জীবন ধবংসের পথে যায়।
উক্ত বিষয়ের প্রতি হুশিয়ারি হওয়ার জন্য নিম্মে কতিপয় নিয়ম লিপিবদ্ধ করা গেল।
১/ গর্ভাবস্থায় চারি মাস গত হইয়া যাওয়ার পর স্ত্রী সঙ্গম সন্তানের উভয়েরই ক্ষতি করে।
তখন হইতে স্বামী-স্ত্রীর সংযমী হওয়া উচিৎ।
২/রোজার মধ্যে দিনে সঙ্গম করিলে গুনাহগার হইতে হয়।
রাত্রে নিষেধ না থাকিলে ও সঙ্গম করিলে স্বাস্হের পক্ষে অত্যাধিক ক্ষতি হয়।
অতএব, রোজার একমাস সঙ্গম বন্ধ রাখায় ভাল।
৩/হায়েজ - নেফাছের সময়ে সঙ্গম করিলে স্বামী স্ত্রী উভয়েই গুনাহগার হইবে এবং উভয়ের, বিশেষতঃ
স্বামীর স্বাস্হহানি হইবে।
৪/ পুরুষ অবৈধভাবে অবৈধ স্ত্রী সঙ্গে বা নিজ স্ত্রীর পায়ু পথে সঙ্গম করিলে শুধু গুনাহগার হইবে তাহা নহে,
বরং ভয়ঙ্কর ক্ষতি সাধন হইতে পারে।
৫/পূর্বেই বলা হইছে যে বৃদ্ধার সহিত যুবকের মিলন ও বৃদ্ধের সহিত
যুবতির অত্যন্ত অপকারী, উহা ইসলামের রীতি  বিরুধে।
উক্ত রুপ বিবাহ ক্রিয়া যাহাতে সংঘটিত না হয়, তৎপ্রতি দৃষ্টি রাখা সকল বিজ্ঞ ,
বিদ্ধানের উচিত।কারন শাস্ত্র বিজ্ঞান বিদ্বানেরাই সৃষ্টি করিয়াছেন।                    
 
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ।

 ব্লগারের সাথে ফেসবুকে যোগাযোগ
ফেসবুক ফ্যান পেইজ
এর পর পড়ুন

উল্টা সঙ্গমের দোষ।

 
 অতিরিক্ত সঙ্গমের ক্ষতি
 
 

কোন মন্তব্য নেই :