নিষিদ্ধ সঙ্গমের দোষ
জ্ঞানী ও হেকিমগন নিষিদ্ধ সঙ্গমের ফল সম্বন্ধে নিন্মোক্তরূপ বলিয়াছেন_
১/ রোগাক্রান্ত ব্যক্তি সঙ্গম করিলে রোগ আরও বৃ্দ্ধি হয় এবং শারীরিক ক্ষতিক হয়।
২/ চিন্তা, ক্রোধ, কষ্ট ও ভীত অবস্থায় স্ত্রী সঙ্গম করিলে দুরারোগ্য
ব্যাধিতে আক্রান্ত হয় এবং সেই কারনে পাগল হইতে পারে।
৩/জ্বরের অবস্থায় বা অত্যন্ত গরমের মধ্যে সঙ্গম করিলে হঠাৎ পাগল
হইয়া যাইতে পারে।
৪/অত্যন্ত ঠান্ডার ভিতরে সঙ্গম করিলে নিউমোনিয়া হইতে পারে।
৫/বৃদ্ধা ও বেশ্যার সহিত সঙ্গম করিলে আয়ু ক্ষয় হয়।
৬/নিকৃষ্ট স্ত্রীলোকের সহিত সঙ্গম করিলে কুসন্তান লাভ হয়।
৭/বৃদ্ধ বয়সে স্ত্রী সঙ্গম করিলে নিজেকে মৃত্যু্র দিকে টানিয়া আনা হয়।
৮/ হায়েজের অবস্থায় সঙ্গম করিলে স্বামী স্ত্রী উভয়েই প্রমেহ রোগে আক্রান্ত হয়।
৯/অত্যধিক পিপাসার পর পানি পান করিয়া স্ত্রী সঙ্গম করিলে অনিষ্টের আশস্কা আছে।
১০/ অন্ধকারাচ্ছান্ন, ক্ষুদ্র ও নোংরা জায়গায় সঙ্গম করিলে চিরতরে স্বাস্হ্য নষ্ট হয়।
১১/ ভরা পেটে সঙ্গম করিলে ভয়াবহ রোগ জম্নিয়া থাকে।
১২/ অত্যন্ত ক্ষুধার সময় স্ত্রী সঙ্গম করিলে জননেন্দ্রিয় শিথিল হইয়া যায়।
১৩/ অত্যন্ত পিপাসার সময় স্ত্রী সঙ্গম করিলে থাইসিস রোগ হইতে পারে।
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ।
ব্লগারের সাথে ফেসবুকে যোগাযোগ করুণ
ফেসবুক ফ্যান পেইজ
এর পর পড়ুন
সহবাস নিষিদ্ধ হওয়ার কারন সমূহ?
স্বামী-স্ত্রী সহবাসের পরে কি করতে হয়?
সঙ্গমের বিধি -নিষেধ।
উল্টা সঙ্গমের দোষ।
অতিরিক্ত সঙ্গমের ক্ষতি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন