টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ার ভয়াবহতা

কোন মন্তব্য নেই
আবু যর রা. বলেন, রাসূল-সাল্লাল্লাহু
আলইহি ওয়া সাল্লাম- বলেছেন,
“কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন
ব্যক্তির সাথে কথা তো বলবেনই
না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন
না। এমনকি তিনি তাদেরকে গুনাহ
থেকে পবিত্র করবেন না বরং তাদের
জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি।
আমি জিজ্ঞাসা করলাম, তারা কারা?
তবে এরা তো ধ্বংশ, তাদের বাঁচার কোন
রাস্তা নাই। রাসূল-সাল্লাল্লাহু
আলাহি ওয়া সাল্লাম- এ কথা তিনবার
বলেছেন। তারা হলঃ
১) যে ব্যক্তি টাখনুর
নিচে ঝুলিয়ে কাপড় পরে।
২) যে ব্যক্তি মিথ্যা কসম
খেয়ে ব্যাবসার পণ্য বিক্রি করে।
৩) যে ব্যক্তি কারো উপকার
করে আবার খোটা দেয়। (মুসলিম,
তিরমিযী, আবু দাউদ ও ইব্ন মাজাহ্)।
আবু হুরায়রা নবী -সাল্লাল্লাহু
আলাহি ওয়া সাল্লাম-
থেকে বর্ণনা করে বলেন, “লুঙ্গির
যে অংশ টাখনুর
নিচে থাকবে তা আগুনে প্রজ্জলিত
হবে।” (বুখারী)
জাবের ইব্ন সুলাইম রা. হতে বর্ণিত,
রাসূল সা. বলেন, “টাখনুর
নিচে ঝুলিয়ে কাপড় পড়ার
ব্যাপারে সাবধান হও। কারণ,
তা অহংকারের অন-র্ভূক্ত। আর
আল্লাহ অহংকার করাকে পছন্দ করেন
না।” (আবু দাঊদ।
আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন)।
ইব্ন বায এবং ইব্ন উছাইমীন (রাহ.) এর
ফাতওয়া
ইব্ন বায (রাহ.) বলেন, “যে কোন
অবস্থায় টাখনুর নিচে কাপড়
ঝুলিয়ে পড়াকে রাসূল সা. অহংকারের
অনর্-ভূক্ত বলেছেন। কারণ,
তিনি বলেন, “টাখনুর নিচে কাপড়
ঝুলিয়ে পড়া থেকে সাবধান! কারণ
তা অহংকারের অন-র্ভূক্ত।”
এখানে তিনি বিশেষ কোন অবস্থাকে বাদ
দেন নি।
সুতরাং যে ব্যক্তি ইচ্ছা করে টাখনুর
নিচে ঝুলিয়ে কাপড় পরবে সে এ শাস্তির
আওতায় চলে আসবে। চাই
তা পায়জামা হোক বা লুঙ্গি,
কুর্তা বা অন্য কোন পোশাক। কোন
পোশাকের ক্ষেত্রেই টাখনুর
নিচে ঝুলিয়ে পড়ার সুযোগ নেই।”
মুহাম্মাদ ইব্ন সালেহ আল উছাইমীন
(রাহ.) বলেন, “অহংকার
বশতঃ যে ব্যক্তি লুঙ্গি টাখনুর
নিচে ঝুলিয়ে পড়বে তার শাসি- হল,
কিয়ামতের দিন আল্লাহ তার
সাথে কথা তো বলবেনই না বরং তার
দিকে তাকিয়েও দেখবেন না।
এমনকি তিনি তাকে গুনাহ থেকে পবিত্র
করবেন না বরং তার জন্য
রয়েছে কষ্টদায়ক শাস্তি আর
যদি অহংকার
বশতঃ ঝুলিয়ে পরে তাবে তার শাস্তি হল,
সে যতটুকু কাপড় টাখনুর
নিচে ঝুলিয়ে পরেছিল ততটুকু
আগুনে প্রজ্জলিত হবে।
(তথ্যসূত্রঃ ফাতওয়া আল বালাদুল
হারাম, ১৫৪৭, ১৫৪৯, ১৫৫০
নং পৃষ্ঠা)

Next post তাওহীদ ও শিরক সম্পর্কে গুরুত্তপূর্ণ মাসয়ালা
শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন

কোন মন্তব্য নেই :