আধুনিক সম্পর্ক খুব সহজে কেন ভেঙে যায়?
আগের মতো ভালোবাসার আকুল প্রাণ আর চোখে পড়ে না।এখন যখন যেখানে ইচ্ছে
নর-নারী সম্পর্ক গড়ে তুলে। একটু এদিক-সেদিক হলেই সব শেষ। আজ সম্পর্ক হলো,
কাল তাতে বিচ্ছেদ; এমনটাই যেন হালের ফ্যাশন। হুটহাট পরস্পরের মাঝে ঝগড়া,
সম্পর্ক ভাঙা যাওয়া ইত্যাদির জন্য জীবনে নেমে আসে ঘোর হতাশাও।
কিন্তু কেন এমন হয়? আগের মতো কাছে আসার গল্প কেন হয় না? কেন আগের মতো
ভালোবাসতে পারে না বা ভালোবাসার মানুষটির সঙ্গে জীবন পার করতে পারে না?
সত্যি বলতে মানুষের মানসিকতা এখন আগের মতো নেই। দিনকে দিন তাতে পরিবর্তন
আসছে। এখন মানুষ ভালোবাসার গূঢ় অর্থই বুঝার চেষ্টা করে না। ভালোবাসার যে
বিশেষত্ব আছে তা তাদের মাথায় থাকে না। ভালোবাসা এখন বস্তুবাদী হয়ে গেছে।
পারস্পরিক ভোগবিলাসেই সবাই মত্ত এখন। মূলত অনেকগুলো কারণে আধুনিককালের
সম্পর্কগুলো সহজেই ভেঙে যায়। নিচে এমন কিছু কারণই তুলে ধরার প্রযাস পেলাম।
শারীরিক সম্পর্ককে প্রাধান্য দেয়া: আজকালকার যুগে এই
বিষয়টি এতো বেশি উন্মুক্ত হয়ে গিয়েছে যে মানুষ শুধুমাত্র শারীরিক সম্পর্ক
গড়ে তোলার জন্যই প্রেমের সম্পর্ক তৈরি করে। আর কার্যসিদ্ধি হলেই সম্পর্ক
শেষ। কিংবা যদি কার্যসিদ্ধি নাও হয় তাহলেও সম্পর্ক থাকে না।
হঠাৎ পাওয়া কিছুতে সহজে বিশ্বাস করা: ইদানিংকার অল্প
বয়েসি সকলেরই এই সমস্যা রয়েছে। ভবিষ্যৎ নিয়ে একেবারেই না ভেবে; বর্তমানে
কতোটা কি পেয়ে যাচ্ছেন, তার উপরেই মানুষ চিনে বিশ্বাস করে ফেলেন অনেকে। ফলে
পরবর্তীতে যখন পরিবর্তন আসে তখন বিশ্বাস উবে যায় এবং তখনই সম্পর্কে ভাঙন
ধরে।
শুধুই সময় কাটানোর মানসিকতা: আজকালকার ছেলেমেয়েদের
চিন্তা ভাবনাই পরিবর্তিত হয়ে গিয়েছে। প্রেম করে একসাথে চিরকাল থাকার চিন্তা
অনেককেই কম করতে দেখা যায়। বরং ডেটিং করে সময় কাটানোতেই যেনো সকলের আগ্রহ
বেশি। আর যখনই এই দিকটাতে সমস্যা হয় তখনই ব্রেকআপের ঘণ্টা বাজে।
সবকিছুকে নাটক বা সিনেমার মতো ভাবা: ছোটবেলা থেকেই নাটক
সিনেমায় সুখী জীবন ও ভালোবাসা দেখে অনেকের মনে ধারণা হয়ে গিয়েছে জীবনটাও
এমনই হবে, কিন্তু বাস্তবে যখন এমনটি হয় না তখন সঙ্গীর দোষ ধরা শুরু করে
দেন। যার কারণে খুব সহজেই সম্পর্কে ভাঙন চলে আসে।
প্রতিশ্রুতি থেকে দূরে থাকা:মানুষের সহ্য ক্ষমতা এবং
ধৈর্য দুটোই কমে গিয়েছে। যার ফলে কেউ কারো জন্য কম্প্রোমাইজ করতে চান না।
আগের মতো করা তো অনেক দুরের ব্যাপার একটু ছাড়ও দিতে চান না অনেকেই। সুতরাং
মতের মিল না হলে কম্প্রোমাইজ না করে ব্রেকআপের সিদ্ধান্ত নিয়ে ফেলেন অনেকই।
সবসময় অতিরিক্ত উত্তম কিছুর খোঁজ করতে থাকা: একটি
সম্পর্কে থেকেও নজর কিন্তু সব সময় ঘুরতে থাকে পারফেক্ট কিছু খোঁজার পেছনে।
আজকালকার যুগে এটিই নজরে পড়ে বেশ। আর একারণেই একের পর এক সম্পর্ক ভাঙন দেখা
যায়। বিষয়টি কিছুই নয়, শুধুই জীবনে একজন পারফেক্ট সঙ্গী খোঁজার ঝামেলা।
নিজের কাজের জন্য সঙ্গীকে অবহেলা করা: আধুনিক এই যুগে
মানুষ জীবন যাপনের জন্য এতো বেশি ব্যস্ত হয়ে পড়েছেন যে সঙ্গীকেও দেয়ার মতো
সময় খুঁজে পান না। কিন্তু মূল ব্যাপারটি তেমন নয়। সঙ্গীকে প্রাধান্য দিলে
দেয়াই যায়, কিন্তু কাজটা করতে গিয়ে সঙ্গীর দিকে তাকান না অনেকেই, ভাবেন ‘সে
তো আমারই’। এতেও কিন্তু সম্পর্কে অনেক সময় ভাঙন চলে আসে।
ভালোবাসার প্রকৃত অর্থ বুঝতে না পারা: ইদানীংকালের
মানুষের প্রেম ভালোবাসার খেলা দেখলে মনে হয় না,তারা ভালোবাসার আসল অর্থ কি
তা জানেন। ভালোবাসা অনেক পবিত্র, অনেক বেশি ত্যাগের তা এখনকার মানুষ ভুলেই
গিয়েছেন। আজকালকার যুগে ভালোবাসা শুধুই সময় কাটানোর বিষয়। আর একারণেই এতো
হুটহাট সম্পর্কে ভাঙন আসে।
সূত্রঃ elitedaily
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ।
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন