হে নারী বাদীরা পতিতা নারীদের অধিকার কোথায়?
হে নারীবাদীরা আমরা তোমাদের কাছ থেকে জানতে চাই,
তোমরা সারা দিন নারী অধিকার নিয়ে চেচামেচি করো,
সভা সেমিনার মানব বন্ধন কর,
কিন্তু আজও এই দেশের হাজার মেয়ে পতিতা ব্যত্তি করে জীবন যাপন
করে, আজ থেকে ১০ বছর তারা যে পেশায় কাজ করে জীবন যাপন
করতো আজও তাই করে জীবন যাপন করে।
কিন্তু কেনো?
আপনারা এতো চেঁচামেচি করে কাদের অধিকার নিশ্চিত করতেছেন?
নাকি তাদের অধিকারই হল পতিতা ব্যত্তি করে জীবন যাপন করবে?
সমাজের এই ছিন্ন মূল নারীদের স্বাভাবিক জীবন যাপনের যদি ব্যবস্থা
না করতে পারেন তা হলে এতো দিন আপনারা কাদের অধিকার আদায়
করেছেন?
তারা তো এমনিতেই এই ঘৃণা- অসামাজিক পেশায় গ্রহন করেনি?
কেউ পেটের তাড়াই এসেছে, কেউ প্রতারকের খপ্পরে পড়ে ভাল চাকরি পাওয়ার আশায় এসে এই পথে এসেছে, কেউ দালালের হাতে পড়ে এই
পথে এই পথে এসেছে, কেউ প্রেমিকের খপ্পরে পড়ে এই পথে এসেছে।
সমাজের সব চেয়ে অবহেলিত মানুষ এরা।
তাদের কে কেউ সন্মানের চোখে দেখেনা।
সবাই তাদের কে ঘৃণা করে, কেউ তাদের কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে
আনার চেষ্টা করে না।
তাদের কি দোষ ছিল?
কি তাদের অপরাধ?
তারা তো স্বইচ্ছে এই পথে আসেনি?
তাদের কে এই পথে আসার জন্য যারা বাধ্য করছে তাদের বিচার কে
করবে?
তারা তো আমাদের সমাজে রাণী হয়ে ঘুরে বেড়াচ্ছে।
বুক ফুলিয়ে চলতেছে ঐ সমস্ত হোটেল মালিকেরা ও তাদের দালালেরা।
যারা মেয়েদের কে ভাল চাকরি দিবে বলে দালালেরা হোটেল মালিকদের
কাছে বিক্রয় করে দেয়।
এই পেশায় কাজ করতে রাজি না হলে তাদের উপর নেমে আসে অমানষিক
নির্যাতন,অত্যাচার।
এক পর্যায়ে রাজি হয় এই ঘৃণাক্ত পেশা গ্রহন করতে।
তাদের রূপ যৌবন যখন ফুরিয়ে যায় তখন তাদের কে ভিক্ষা করে খেতে
হয়।
পত্রিকাতে কিছু কিছু ঘটনা পড়লে চোখে পানি এসে যায়।
অথচ এই সব অবহেলিত মেয়েদের কে স্বাভাবিক জীবনে ফেরিয়ে আনার
দায়িত্ব প্রতি টি সরকারের ছিল।
সরকারের দায়িত্ব ছিল এই সব ছিন্ন মূল, অবহেলিত মেয়েদের কে তালিকা
করে ভাল একটি কাজ দিয়ে স্বাভাবিক জীবনে ফেরিয়ে আনার।
অথচ এই কাজ টি কেউ করেনি।
করবে কি করে আমরা তো ওমরের মতো কোন নেতা পাইনি।
ইসলামের আদর্শিত কোন নেতা নেত্রী পাইনি।
এটায় আমাদের সব চেয়ে বড় ব্যার্থতা।
এর জন্য আমরা ও কম দ্বায় নয়।
আরও একটা কথা বলে রাখি এই দেশে যদি ইসলামী রাষ্ট কায়েম হয় তা
হলে ১ মাসও টিকবেনা।
কারন আমরা বিভিন্ন দলে ভিভক্ত।
আমরা একে অপরকে দেখতে পারিনা।
তার সাথে তো ইসলাম বিরোধী অপশক্তির ষড়ষন্ত্র তো আছেই।
তথা কথিত নারী বাদির কাছ থেকে জানতে চাই।
নারীদের উপর পতিতা ব্যত্তি জীবনের বুঝা রেখে কিসের নারীর অধিকার
আপনারা দাবি করতেছে।????
আপনারা কাদের অধিকার প্রতিষ্ট করতে চাচ্ছেন?
আপনারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন?
আপনাদের এতো দূর ঝাঁপের পরেও কেন তারা স্বাভাবিক জীবনে ফিরে
আসতে পারলনা?
আপনারা কেন তাদের সামাজিক ভাবে স্বাভাবিক জীবন নিশ্চিত করলেন না?
আশা করি এই প্রশ্ন গুলোর উত্তর দিবেন
শেষ কথা >>>>
আগে তাদের সামাজিক ভাবে স্বাভাবিক জীবন যাপন নিশ্চিত করুন।
তার পরে নারী অধিকার নিয়ে গলা ফাটান অথবা গলা দিয়ে ফাঁড়া বাঁশ
ঢুকান আমরা কিছু বলব না।
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ। এই ব্লগে পড়তে কি সমস্যা হয়?আপনার কি টাকা বেশি খরচ হয়ে যায়?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন