যুবকের দরবারে মন্ত্রী ও মন্ত্রীর ঈমান গ্রহণ

কোন মন্তব্য নেই
যুবকের দরবারে মন্ত্রী
অল্প সময়ের মধ্যে যুবকের
আধ্যাত্মিক শক্তির সুখ্যাতি সমগ্র
দেশে ছড়িয়ে পড়ায় লোকেরা তাদের
নানাবিধ সমস্যার সমাধান ও রোগ
থেকে আরোগ্যের উদ্দেশ্যে দূর-দূরান্ত
থেকে তার নিকট যাতায়াত শুরু করে।
যুবকরে দোয়ার বরকতে অনেক কুষ্ঠ
রোগী আরোগ্য লাভ করে, অনেক অন্ধ
দৃষ্টিশক্তি ফিরে পায়। বাদশাহর এক
মন্ত্রী অন্ধ হয়ে যাওয়ার
কারণে অবসর জীবন যাপন করছিল।
সেও যুবকের দরবারে হাজির হয়ে বিরাট
অংকের নজরানা পেশ
করে এবং দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার
জন্য দোয়া কামনা করে।
মন্ত্রীর ঈমান গ্রহণ
মন্ত্রীকের উদ্দেশ্য করে যুবক
বললঃ চক্ষু ভালো করার কোন
ক্ষমতা আমার নেই। এই
ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের,
যিনি আমার-আপনার এবং সমস্ত
সৃষ্টির পালনকর্তা। যদি আপনি তার
প্রতি ঈমান স্থাপন করেন,
একত্ববাদের স্বীকৃতি দেন, আগুন ও
মূর্তির উপাসনা বর্জন করেন,
তাহলে আমি আপনার জন্য তাঁর মহান
দরবারে মুনাজাত করতে পারি।
তিনি আপনাকে দৃষ্টিশক্তি দান
করতে পারেন। টাকা-পয়সার নজরানার
কোন প্রয়োজন নেই। প্রয়োজন
হচ্ছে ঈমান গ্রহণের, আল্লাহর
প্রতি আনুগত্যের। যুবকের নসীহত
শুনে মন্ত্রী ঐ মজলিসেই ঈমান গ্রহণ
করে এবং খাঁটি মনে তওবা করে মুসলমান
হয়ে যায়। ইসলাম গ্রহণ করার
সাথে সাথে বরকত প্রকাশ পায়।
যুবকের দোয়ায় মন্ত্রী তার
দৃষ্টিশক্তি ফিরে পায় এবং পুনরায়
মন্ত্রী পদে যোগদান করা সুযোগ লাভ
করে।


শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন
Next বাদশাহর দরবারে মন্ত্রী ও মন্ত্রী গ্রেফতার

কোন মন্তব্য নেই :