বাদশাহর দরবারে মন্ত্রী ও মন্ত্রী গ্রেফতার

কোন মন্তব্য নেই
বাদশাহর দরবারে মন্ত্রী
বাদশাহ আশ্চর্য হয়ে মন্ত্রীকে প্রশ্ন
করল যে,
আপনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন
কি করে? উত্তরে মন্ত্রী বলল,
“আমার প্রভু
আমাকে বিনা ঔষধে দৃষ্টিশক্তি দান
করেছেন।” বাদশাহ আরো অধিক
আশ্চর্যান্বিত হয়ে বলল- “আপনার
প্রভু তো আমি,
তবে কি আমি আপনাকে দৃষ্টিশক্তি দান
করেছি?” মন্ত্রী বলল- না,
আপনি না। আমার এবং আপনার
উভয়ের যিনি প্রভু,
তিনি আমাকে ভালো করেছেন
এবং দৃষ্টিশক্তি দান করেছেন। বাদশাহ
বলল, “তবে কি আমি ব্যতীত আপনার
আরও একজন প্রভু আছে?”
মন্ত্রী বলল, আপনি আমার প্রভু নন,
বরং আপনি এবং আমি উভয়ই এক
মহান প্রভুর গোলামীতে আবদ্ধ। তিনিই
বিশ্ব জগতের একমাত্র পালনকর্তা।
মন্ত্রী গ্রেফতার
মন্ত্রীর বক্তব্য শুনে বাদশাহ
অত্যন্ত ক্ষিপ্ত ও রাগান্বিত হয়
এবং মন্ত্রীকের আল্লাহর প্রতি ঈমান
বর্জন করে পুনরায়
কুফরীতে ফিরে এসে বাদশাহকে প্রভু
হিসেবে স্বীকৃতি দিতে আহ্বান জানায়।
অন্যথায় কঠোর শাস্তির হুমকি দেয়।
মন্ত্রী দ্বিধাহীন
চিত্তে প্রকাশ্যে বাদশার আবেদন
প্রত্যাখ্যা করে। এমতাবস্থায় বাদশাহ
মন্ত্রীকে গ্রেফতার করে কঠোর
শাস্তি প্রদানে নির্দেশ দেয়। বাদশাহ
আরও হুকুম করে- মন্ত্রী এই মন্ত্র
কোথা হতে গ্রহণ করল যে,
আমি ব্যতীত আরও একজন প্রভু
আছে? আমিও নাকি সেই প্রভুর
গোলমীতে বাধ্য! অতি সত্তর এর
রহস্য খুঁজে বের করা হোক। বাদশার
নির্দেশের সাথে সাথে মন্ত্রীকের
গ্রেফতার করতঃ কঠোর শাস্তি প্রদান
করা হয়। অতঃপর অনুসন্ধান করে এই
তথ্য সংগৃহীত হয় যে, মন্ত্রী একজন
যুবকের আহ্বানে সাড়া দিয়ে ইসলাম
গ্রহণ করে এবং ঐ যুকরে দোয়ার
বরকতে মন্ত্রী দৃষ্টিশক্তি ফিরে পায়।
সব জানার পর মন্ত্রীর উপর জুলুম-
অত্যাচার বাড়িয়ে দেয়া হয়।
মন্ত্রী এহেন জুলুম-অত্যাচারের
মধ্যেও পরিষ্কার ভাষায় জানিয়ে দেয়
যে, আপনারা আমাকে হত্যা করে টুকরো
টুকরো করতে পারেন, কিন্তু
আমি কিছুতেই ইসলাম ধর্ম ত্যাগ
করতে সম্মত নই।


শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন
Next বাদশার দরবারে যুবক ও যুবকের প্রতি বাদশাহর নসীহত

কোন মন্তব্য নেই :