বাদশার দরবারে যুবক ও যুবকের প্রতি বাদশাহর নসীহত

কোন মন্তব্য নেই
বাদশার দরবারে যুবক
মন্ত্রীর মুখে যুবকের কথা শুনে বাদশাহ
যুবককে শাহী দরবারে হাজির করার
নির্দেশ দেন। নির্দেশ মুতাবিক
যুবককে হাজির করা হলে বাদশাহ
তাকে বললেনঃ আমি অবাক হয়েছি যে,
তুমি নাকি যাদুর
সাহায্যে অন্ধকে দৃষ্টিদান ও কুষ্ঠ
রোগীকে সুস্থ করতে সক্ষম হয়ে গেছ?
যুবক বলল, “এরূপ ক্ষমতা আমার নেই,
তবে হ্যাঁ এরূপ ক্ষমতার একমাত্র
অধিকারী হচ্ছেন তিনি,
যিনি আমি আপনি এবং সমস্ত মানুষের
সৃষ্টিকর্তা, পালনকর্তা।
আমরা সকলেই তার বান্দা এবং তারই
গোলামীতে আবদ্ধ।
যুবকের প্রতি বাদশাহর নসীহত
বাদশাহ অত্যন্ত ক্ষিপ্ত
হয়ে যুবককে বলল, তুমিতো দেখি বড়
নিমকহারাম। আমি তোমাকে লালন
পালন করলাম। তোমার শিক্ষা দীক্ষার
জন্য শিক্ষক নিযুক্ত করলাম। তার
নিকট
থেকে যাদুবিদ্যা শিক্ষা করে তুমি বিরাট
শক্তির অধিকারী হয়েছ।
অন্ধকে দৃষ্টি দান এবং কুষ্ঠ
রোগীকে সুস্থ করতে সক্ষম হয়েছ।
তোমার তো আমার
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত
ছিল। সেই ক্ষেত্রে তুমি আমাকে বাদ
দিয়ে আর একজনকে প্রভু মেনে বসেছ?
তুমি সীমা লঙ্ঘন করে ফেলেছ, চরম
ধৃষ্টতা প্রকাশ করেছ। অতি সত্ত্বর
তওবা করে আমার প্রভুত্বের
প্রতি স্বীকৃতি দাও। অন্যথায়
তোমাকে অবশ্যই সমীচীন
শিক্ষা দেয়া হবে।


শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন
Next যুবকের ঈমানী শক্তি ও যুবক গ্রেফতার

কোন মন্তব্য নেই :