যুবকের ঈমানী শক্তি ও যুবক গ্রেফতার
যুবকের ঈমানী শক্তি ও বক্তব্যবাদশাহর উপদেশ শুনে যুবক বলল,
“হে বাদশাহ! রোগ আরোগ্যের
এবং দৃষ্টিশক্তি দানের
ক্ষমতা না আপনার আছে, না আমার
আছে, না আছে যাদুকরের,
না আছে কোন বিজ্ঞানীর। এই
ক্ষমতার একচ্ছত্র অধিকারী হচ্ছেন
একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন।
যিনি আমার,আপনার এবং সমস্ত
সৃষ্টির মালিক ও পালনকর্তা।
আপনি আমাকে যা ইচ্ছা শাস্তি দিতে
পারেন, কিন্তু আমি কোনক্রমেই ইসলাম
ধর্ম ত্যাগ করতে সম্মত নই। কোন
অবস্থাতেই আমি আপানার
প্রস্তাবে সম্মত হব না, হতে পারি না।
যুবক গ্রেফতার ও নির্যাতিত
যুবকের বক্তব্য শুনে বাদশাহ
চরমভাবে রাগান্বিত হয়।
যুবককে গ্রেফতার করতঃ কঠোর
শাস্তি প্রদানের মাধ্যমে এ
বিষয়ে গোঁড়ার তথ্যানুসন্ধানের
নির্দেশ দেয়। বাদশাহ হুকুম
দিয়ে জানতে চায় যুবক এ ধরণের
তন্ত্র-মন্ত্র
কোথা থেকে শিক্ষা করল?
মনে হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে গোপন
শত্রুদল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
ষড়যন্ত্রের এ কালো হাত প্রশাসন ও
জনসাধারণের মধ্য ফাটল
সৃষ্টি করে বিদ্রোহের পথ সুগম করবে।
তাই যে কোন উপায়ে হোক প্রকৃত
রহস্য উদঘাটন করতেই হবে। যাদুকরের
নিকট পড়াশোনার জন্য যাতায়াতের
সময় সে যে যাদুকরের
কাছে দেরীতে হাজির হতো, ঠিকমত ও
সময়মত হাজির হতো না, মনে হয় সেই
সময় তার অন্যত্র যোগাযোগ ছিল।
সুতরাং গুরুত্বের সাথে অনুসন্ধান
করে ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে বের
করে কঠোর হস্তে দমন
করতে হবে এবং রাষ্ট্র ও
ধর্মদ্রোহীদেরকে চিহ্নিত করে সমীচীন
শিক্ষা দিতে হবে।
শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন
Next বাদশাহর দরবারে আল্লাহর ওলী - বুযুর্গ ও মন্ত্রীকে হত্যার নির্দেশ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন