বাদশাহর দরবারে আল্লাহর ওলী - বুযুর্গ ও মন্ত্রীকে হত্যার নির্দেশ

কোন মন্তব্য নেই
বাদশাহর দরবারে আল্লাহর ওলী
বাদশাহর নির্দেশ মুতাবিক যুবকের
উপর অসহনীয় নির্যাতন ও নিপীড়ন
শুরু হল। যুবকের মাধ্যমে বিশিষ্ট
আল্লাহর ওলী ও বুযুর্গের সন্ধান লাভ
করে বাদশাহকে অবহিত করা হলো।
বাদশাহ সুনিশ্চিত হলো যে, সমস্ত
বিশৃঙ্খলার সূত্রপাত ওখান থেকেই
হয়েছে। এরই প্ররোচনায় এই যুবক
ধর্মচ্যুত হয়েছে। ভাগ্যগুণে অল্পতেই
শত্রু ধরা পড়েছে, অন্যথায় রাষ্ট্রের
অস্তিত্বই হুমকির সম্মুখীন
হতে চলেছিল। সুতরাং কঠোর
ব্যবস্থা নিতেই হবে। বাদশাহ
অতি সত্ত্বর যুবকের গুরুকে হাজির
করার নির্দেশ দেয়। কিছুক্ষণের মধ্যেই
ঐ বুযুর্গকে হাজির করা হয়।
বুযুর্গ ও মন্ত্রীকে হত্যার নির্দেশ
বাদশাহ আল্লাহর ওলীর
কথাবর্তা শুনে অত্যন্ত ক্ষুব্ধ হয়
এবং তাকে একত্ববাদের আকীদা বর্জন
করে বাদশার প্রতি আনুগত্য প্রকাশের
নির্দেশ দেয়। অন্যথায় কঠোর
শাস্তি এবং হত্যার কথা জানিয়ে দেয়।
আল্লাহর ওলী একত্ববাদের উপর সুদৃঢ়
থাকার
কথা সুষ্পষ্টভাবে জানালে বাদশাহর
নির্দেশে আল্লাহর ওলীকে করাত
দিয়ে দিখণ্ডিত করা হয়। এরপর
মন্ত্রীকেও বাদশাহর প্রতি আনুগত্য
প্রকাশ ও একত্ববাদের
আকীদা বর্জনের আহ্বান জানানো হয়।
অন্যথায় তাকেও কতলের
হুমকি দেয়া হয়। কিন্তু
এতে মন্ত্রী সন্ত্রস্ত না হয়ে ঈমানের
উপর অবিচল থাকার দৃঢ় সংকল্পের
কথা উল্লেখ করলে বাদশাহর
হুকুমে তাকেও করাত দিয়ে কতল
করে দেয়া হয়। এভাবে আল্লাহর
ওলী এবং নওমুসলিম মন্ত্রীকে শহীদ
করে দেয়া হয়। এরপর খবর নেয়া হয়
যুবকের।


শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন
Next যুবককে হত্যার কৌশল

কোন মন্তব্য নেই :