যুবককে হত্যার কৌশল

কোন মন্তব্য নেই
যুবককে বাদশাহর দরবারে হাজির করার
পর বাদশাহ তাকে বলল, “তোমর
প্রতি আমার অত্যন্ত স্নেহ-
মমতা রয়েছে, আমি তোমাকে লালন-
পালন করেছি। তুমি যুবক, তোমার
ভবিষ্যত আছে। আমি তোমাকে নসীহত
করছি, অকালে নিজেকে ধ্বংস করো না।
দু’জনকে তো হত্যা করা হলো। কোথায়
তাদের পালনকর্তা? তাদেরকে আমার
হাত থেকে তাদের প্রভু
রক্ষা করতে পারল কি?
সুতরাং তুমি ভুয়া প্রভু
তথা একত্ববাদের আকীদা বর্জন কর।
নতুবা তোমার পরিণাম ঐ দুজনের
চেয়েও অধিক বেদনাদায়ক হবে। ঐ
দুইজনের পরিণতি তো তুমি স্বচক্ষেই
দেখলে।” যুবক বাদশাহর কথা শুনে ধীর
মস্তিষ্কে জবাব দিল, হে বাদশাহ!
জীবন-মরণ আল্লাহর হাতে আপনার
হাতে নয়। যদি আল্লাহ পাকের
ইচ্ছা না হয়, তাহলে আপনি আমার
কিছুই করতে পারবেন না। আপনার
যা ইচ্ছা হয় করুন, আমি আমার ধর্ম
পরিত্যাগ করতে মোটেও সম্মত নই।
আমার আল্লাই আমার জন্যে যথেষ্ট,
তিনি আমার জন্য প্রয়োজনীয়
ব্যবস্থা করবেন।


শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন
Next মন্ত্রীত্বের প্রস্তাব প্রত্যাখ্যান

কোন মন্তব্য নেই :