মন্ত্রীত্বের প্রস্তাব প্রত্যাখ্যান

কোন মন্তব্য নেই
বাদশাহ কোন পন্থা না দেখে অত্যন্ত
রাগান্বিত হয়ে স্বীয় কর্মচারীদের
মধ্যে থেকে কয়েকজন
বুদ্ধিজীবীকে আদেশ করল যে, পাহাড়ের
চূড়ায়
নিয়ে গিয়ে তাকে ভালোভাবে বুঝাতে
চেষ্টা করুন। যদি সে তার ধর্ম
পরিত্যাগ
করে তাহলে আমি তাকে মন্ত্রী পদে
নিয়োগ করব এবং একথাও
তাকে অবহিত করুন, যদি সে সম্মত হয়
তবে তো ভালো, অন্যথায়
তাকে পাহাড়ের
চূঁড়া থেকে এমনভাবে সজোরে নীচে
নিক্ষেপ করবেন, যাতে সে তৎক্ষণাৎ
মারা যায়, তার দেহ মাটির
সাথে মিশে যায়। যেন ভবিষ্যতে আর
কেউ এরূপ বিশ্বাস পোষণ করার সাহস
না পায়। বাদশাহর নির্দেশ মুতাবিক
যুবককে পাহাড়ের চূঁড়ায়
নিয়ে যাওয়া হলো এবং তাকে বুঝানোর
চেষ্টা করা হলো যে, ‘বাদশাহ
তোমাকে অত্যন্ত ভালোবাসে।
সে তোমাকে মন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত
নিয়েছে। মন্ত্রী হয়ে সুখে-
শান্তিতে জীবনযাপন করবে,
অকালে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিও
না। সুতরাং বাদশাহর প্রতি আনুগত্য
এবং একত্ববাদের আকীদা বর্জন
করে মন্ত্রীত্বের আসন গ্রহণ কর।’
যুবক বললঃ আমার মন্ত্রীত্বের
প্রয়োজন নেই। আমি আমার আল্লাহর
সন্তুষ্টি কামনা করি। তিনি আমার
জন্য যা প্রস্তুত রেখেছেন, তা এই
মন্ত্রীত্বের তুলনায় অনেক
বেশী মূল্যবান। আপনারা আমার উপর
বাদশাহর নির্দেশ কার্যকর করুন।
দেখুন, আমার আল্লাহ অধিক
শক্তিশালী, না বাদশাহ অধিক
শক্তিশালী।


শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন

Next যুবকের মুনাজাত - কুদরতের খেলা

কোন মন্তব্য নেই :