যুবকের মুনাজাত - কুদরতের খেলা

কোন মন্তব্য নেই
যুবকের মুনাজাত
তাদের প্রস্তাবের জবাব দিয়ে যুবক
দু’হাত তুলো আল্লাহর দরবারে মুনাজাত
শুরু করে। সে বলেঃ হে রাব্বুল আলামীন!
আপনি সর্বশক্তিমান। আপনার
শক্তির মুকাবিলা করার
ক্ষমতা কারো নেই। আপনি স্বীয়
কুদরতে আমাকে জালিমদের হাত
থেকে রক্ষা করুন এবং তাদের উপর
আপনার শাস্তি বিধান কার্যকর করুন।
কুদরতের খেলা
আল্লাহ পাক যুবকের মুনাজাত কবল
করলেন। ফলে পাহাড়ে ভীষণ প্রকম্পন
শুরু হয়, যে কারণে বাদশার
কর্মচারীরা পাহাড়ের
চূঁড়া থেকে ছিটকে পড়ে সকলেই
মৃত্যুমুখে পতিত হয়। আর যুবক
নিরাপদের বাদশার দরবারে ফিরে আসে।
বাদশাহ যুবককে দেখে হতভম্ব
হয়ে প্রশ্ন করে, সেসি তুমি জীবিত
ফিরে অসালে কিভাবে? যুবক
উত্তরে জানাল যে, আমার আল্লাহ
আমাকে তাদের হাত
থেকে রক্ষা করেছেন এবং তার সকলেই
আল্লাহর আজাবে আক্রান্ত হয়ে ধ্বংস
হয়েছে।
এখান থেকে বাদশাহর শিক্ষা গ্রহণ
করা উচিত ছিল, কিন্তু ক্ষমতার
মোহে যারা অন্ধ হয়, তারা কোনদিন
শিক্ষা গ্রহণ করে না।


শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন

Next যুবককে সমুদ্রে নিক্ষেপ - যুবকের মুক্তি

কোন মন্তব্য নেই :