যুবককে সমুদ্রে নিক্ষেপ - যুবকের মুক্তি

কোন মন্তব্য নেই
যুবককে সমুদ্রে নিক্ষেপ
এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ
না করে বাদশাহ আরো অধিক ক্ষুব্ধ
হয়ে অন্য কর্মচারীদেরকে নির্দেশ
করল যে, যুবককে নৌকায়
উঠিয়ে সমুদ্রের মধ্যভাগে নিয়ে যাও।
যদি সে একত্ববাদ বর্জন
করে এবং আমার প্রতি আনুগত্য
প্রকাশ করে তবে তো ভালো, অন্যথায়
তাকে সমুদ্রে ডুবিয়ে চিরতরে শেষ
করে দিবে। যাতে এরূপ আকীদা-বিশ্বাস
পোষণের সাহস আর কেউ না পায়।
যুবকের মুক্তি
কর্মচারীগণ তাকে বোঝানোর
চেষ্টা করেও ব্যর্থ হয়।
অবশেষে যুবককে নৌকায় চড়িয়ে মাঝ
সমুদ্রে নিয়ে গিয়ে তাকে পানিতে নিক্ষেপ
করার জন্য প্রস্তুতি নিল। যুবক
পূর্বের ন্যায় দু’হাত তুলে আল্লাহর
দরবারে মুনাজাত করে বলে, “হে আমার
মালিক! বিপদ মুক্তির একমাত্র উপায়
আপনি। আপনার
ক্ষমতা বলে আমাকে এদের হাত
থেকে মুক্তি দান করুন।” যুবকের
মুনাজাত গৃহীত হয়। সাথে সাথে শুরু হয়
প্রচণ্ড ঝড়। ঝড়ের তীব্র
আঘাতে নৌকা ডুবে বাদশাহের সকল
কর্মচারীগণ মৃত্যুবরণ করে।
এদিকে আল্লাহর রহমতে বিশ্বাসী যুবক
নিরাপদে ফিরে আসে।
যুবককে দেখে বাদশাহ অত্যন্ত হতাশ
হয়ে পড়ে। তার সমস্ত কলাকৌশল
অকৃতকার্য
হয়ে যাচ্ছে দেখে সে কিংকর্তব্যবিমূঢ়
হয়ে পড়ে।


শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন
Next যুবকের নসীহত

কোন মন্তব্য নেই :