যুবকের নসীহত

কোন মন্তব্য নেই
যুবক বাদশাহকে বলল, হে বাদশাহ!
আমার প্রতি আপনার ইহসান রয়েছে,
আপনি আমার যথেষ্ট উপকার
করেছেন। আপনার এই ইহসানের
বদলা হিসেবে আমি আপনাকে
পৌত্তলিকতা বর্জন
করে একত্ববাদের আকীদা পোষণ
এবং আল্লাহর অসীম রহমত লাভ
করে সৌভাগ্যবান হতে আহ্বান করছি।
অন্যথায় জেনে রাখুন, আপনার
বাদশাহী ক্ষণস্থায়ী এবং খুবই দুর্বল।
একদিন অবশ্যই এই বাদশাহী শেষ
হয়ে যাবে এবং আপনার কুফরী, জুলুম-
অত্যাচার এবং পাপাচারিতার
শাস্তি অবশ্যই আপনাকে ভোগ
করতে হবে। হে বাদশাহ!
আমি আপনাকে পুনরায় বলছি, জীবন-
মরণ আপনার হাতে নয়, বরং সেই
আল্লাহ পাকের হাতে,
যিনি আমাকে আপনাকে এবং সমগ্র
সৃষ্টিকে সৃষ্টি করেছেন। তার
ইচ্ছা না হলে আপনি হাজার কৌশল
করেও আমাকে কতল করতে সক্ষম
হবেন না।


শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন
Next যুবকের শাহাদাত বরণ - সমস্ত দেশবাসীর ইসলাম গ্রহণ

কোন মন্তব্য নেই :