যুবকের শাহাদাত বরণ - সমস্ত দেশবাসীর ইসলাম গ্রহণ
যুবকের শাহাদাত বরণযুবক আরো বলল, “একান্ত যদি আমার
মৃত্যুই যদি আপনার কাম্য হয়
তাহলে আপনি যেভাবে চাচ্ছেন
সেভাবে আমার মৃত্যু কার্যকার
করা মোটেই সম্ভব হবে না।
বরং আপনি আপনার রাজ্যের
সর্বশ্রেণীর জনসাধারণকে এক বিশাল
ময়দানে জমায়েত করুন। অতঃপর
সকলের সম্মুখে ‘বিইসমি রাব্বিল
গোলাম’যুবকের প্রভুর নামে বলে আমার
প্রতি তীর নিক্ষেপ করুন। তাহলেই
আমর মৃত্যু কার্যকর হবে। অন্যথায়
আর কোন উপায়ে আমাকে মারা সম্ভব
হবে না।” পরিতাপের বিষয় যে,
ক্ষমতার লোভে লোভাতুর বাদশাহ
এখান থেকেও শিক্ষা গ্রহণ
করতে সক্ষম হলো না।
অদূরদর্শী বাদশাহ পরিণাম
সম্পর্কে সজাগ না হয়ে যুবকের কথামত
রাজার সব শ্রেণীর লোকদেরকে বিশাল
ময়দানে একত্রিত করে “যুবকের
প্রভুর নামে” বলে যুবকের প্রতি তীর
নিক্ষেপ করল। তীরটি যুবকের কানের
কাছে বিদ্ধ হলে যুবক স্বীয় হাত
দিয়ে তীরটিকে ধরে বলে উঠেঃ ‘আমি
ধন্য, আমার জীবন সফলকাম।
আমি জুলুম-নির্যাতম সহ্য
করে ঈমানের সাথে শাহাদাতের গৌরব
অর্জন করতে সক্ষম হয়েছি। এই
বলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
সমস্ত দেশবাসীর ইসলাম গ্রহণ
এভাবে যুবকের শাহাদাত বরণ সমস্ত
দেশবাসীর অন্তরে এক নতুন জাগরণ
সৃষ্টি করতে সমর্থ হয়। শাহাদাতের
মুহূর্তে যুবকের বক্তব্য শুনে সমবেত
বিশাল জনতার মনে প্রভাব সৃষ্টি হয়।
তারা সকলে একসাথে একমুখে বলে উঠল,
“আমরা সকলেই ঐ যুবকের প্রভুর
প্রতি ঈমান স্থাপন করলাম।”
এভাবে একজন যুবকের জীবনের
বিনিময়ে সমগ্র দেশবাসীর জীবন হয়
ধন্য। তারা সকলেই ইসলাম গ্রহণের
সৌভাগ্য লাভ করে।
শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন
Next মন্ত্রী পরিষদের ভরাডুবি - হতভাগা বাদশাহ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন