মন্ত্রী পরিষদের ভরাডুবি - হতভাগা বাদশাহ
মন্ত্রী পরিষদের ভরাডুবিএহেন পরিস্থিতি প্রত্যক্ষ
করে মন্ত্রী পরিষদ বাদশাহকে বলল
যে, “আপনি যে পরিস্থিতি এড়ানোর
জন্য যুবককে হত্যা করেছিলেন,
সে পরিস্থিতিতো আরও অধিক তীব্র
হয়ে দেখা দিয়েছে। রাজ্যের সমস্ত
জনগণ আপনার ধর্ম ত্যাগ
করে যুবকের ধর্ম গ্রহণ
করে নিয়েছে এবং আপনার
প্রতি বিদ্রোহী হয়ে উঠেছে। কারণ
আপনি যুবককে হত্যা করার
ক্ষেত্রে প্রথমত অক্ষম প্রমাণিত
হয়েছিলেন। পরে যুবকের কথামত
যুবকের প্রভুর নাম নিয়ে তাকে শহীদ
করতে সক্ষম করেছেন। এতে জনগণ
বুঝে নিয়েছে যে, আপনার তুলনায়
আপনার উপর আরও একজন
শক্তিশালী প্রভু রয়েছেন। তিনিই
যুবকের প্রভু, তিনিই সর্বময় ক্ষমতার
অধিকারী।
হতভাগা বাদশাহ
এ মুহূর্তে অন্ততঃপক্ষে বাদশাহর
জন্য সতর্ক হওয়া বাঞ্ছনীয় ছিল।
কিন্তু ক্ষমতার লোভ আর অহংকার
সত্য অনুধাবন ও ন্যায় পথ
অবলম্বনের ক্ষেত্রে ক্ষমতাসীনদের
সামনে সব সময় বাধার প্রাচীর
হয়ে দাঁড়ায়। হতভাগা এই বাদশার
ক্ষেত্রেও তাই ঘটল। এবারো তার
দৃষ্টি সত্যের দিকে আকৃষ্ট হল
না বরং এমন এক পদক্ষেপ
গ্রহণে উদ্যত হলো,
যে কারণে সে নিজেও ধ্বংস হলো।
বরবাদ হলো তার রাষ্ট্রীয় ক্ষমতা ও
ইহকাল-পরকাল সবই।
শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন
Next গর্ত খনন ও নির্যাতন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন