গর্ত খনন ও নির্যাতন

কোন মন্তব্য নেই
বাদশাহ অধিক ক্ষিপ্ত হয়ে জনগণের
ঐক্য ও ঈমানী শক্তির মুকাবিলার
জন্য অকথ্য জুলুম-নির্যাতন
এবং অবর্ণনীয় নিপীড়নের পথ
অবলম্বন করল। শহরের বিভিন্ন
স্থানে বিরাট বিরাট গর্ত খনন
করে অগ্নিকুণ্ড জ্বালিয়ে ঈমান ও
একত্ববাদ
বর্জনে অসম্মতি প্রকাশকারী জনগণকে
নির্মমভাবে সেই জ্বলন্ত
অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে শুরু
করে দিল। কিন্তু এতে করেও বাদশার
উদ্দেশ্য সফল হলো না।
ঈমানী শক্তিতে বলীয়ান দেশের আবাল-
বৃদ্ধ-বণিতা দলে দলে উপস্থিত
হয়ে সন্তুষ্ট চিত্তে অগ্নিপরীক্ষায়
অবতীর্ণ হয়ে জ্বলন্ত
অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়তে থাকে।
কিন্তু যুবকের ধর্ম ত্যাগে সম্মত হয়
না কেউ। এভাবে অসংখ্য মুসলমান নর-
নারীকের জ্বালিয়ে দেয়া হয়। আর
বাদশাহ তার রাজ পরিষদ
নিয়ে বসে বসে তামাশা উপভোগ
করতে থাকে।
আগুনে জ্বলতে থাকা মানুষদের জন্য
তাদের কারো অন্তরে এতটুকু
অনুকম্পা সৃষ্টি হয় না।


শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন

Next ভাগ্যবান মা জননী

কোন মন্তব্য নেই :