যুবকের প্রতি নসীহত
এই ঘটনার পর লোকজনেরমধ্যে যুবকের কারামত ও আধ্যাত্মিক
শক্তির কথা ছড়িয়ে পড়ে।
স্বয়ং যুবকও এই আশ্চর্য ঘটনার
কথা স্বীয় মুর্শিদ বুযুর্গের নিকট
ব্যক্ত করে। যুবকের বক্তব্য
শুনে বুযুর্গ বললেনঃ আল্লাহর সত্য
কিতাব ইঞ্জিল ও ইঞ্জিলের নবীর
প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস
এবং শরীয়তের উপর আমল ও
অনুশীলনের বদৌলতে তোমাকে আল্লাহ
পাক উচ্চ মর্যাদার
অধিকারী করেছেন। তবে এই
মকামে সমাসীন হলে অনেক পরীক্ষা-
নিরীক্ষা ও বিপদের সম্মুখীন হতে হয়
এবং তখন অবিচল থাকতে হয়, ধৈর্য
ধারণ করতে হয়। তাই
তুমি সর্বদা আল্লাহ পাকের
প্রতি নির্ভরশীল হয়ে সুদৃঢ় থাকবে।
সাবধান! আমার কথা ও আমার নাম
কখনও কারো কাছে প্রকাশ করবে না।
কেননা নাম আর প্রসিদ্ধি মূল জিনিস
নয়, মূল জিনিস হচ্ছে আমল।
শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন
Next যুবকের দরবারে মন্ত্রী ও মন্ত্রীর ঈমান গ্রহণ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন