যায়েদের অনুসন্ধান - যায়েদের সন্ধান লাভ
যায়েদের অনুসন্ধানযায়েদ এখন বিশ্বনবীর খাদেম যুবক।
নবীজীর খেদমতে থেকে সে তার দুঃখ-
কষ্ট সবকিছুই ভুলে গিয়েছে।
ভুলে গিয়েছে মাতা-পিতা এবং তাদের
বিচ্ছেদ-বেদনাও। কিন্তু তার মাত-
পিতা ও আত্মীয়-স্বজন এখনও
তাকে ভুলতে পারে নাই।
ভুলতে না পারার কারণেই তারা তার
অনুসন্ধানে দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছে।
পিতা হারিসা স্বীয় পুত্রের বিরহ
শোকে মুহ্যমান। মরণাপন্ন হয়ে ঘুরা-
ফেরা করছে দিন-রাত। আর এই
অনুসন্ধানী সফরে কত ধরণের
কবিতা যে সে রচনা করেছে তা আজও
ইতিহাসে অলংকৃত হয়ে আছে।
যায়েদের সন্ধান লাভ
পিতা হারিসা তার সন্তানের মুখ দেখবে,
তার জ্বলন্ত অন্তর প্রশান্ত হবে, এ
আশা তার ছিল না। কেবল মনের
আবেগেই তার অনুসন্ধান অব্যহত
ছিল। এভাবেই সে তার সময় কাটানোর
ব্যবস্থা নিয়েছিল। কিন্তু হঠাৎ
করে আশার আলো জ্বলে ওঠে এক
ইয়ামেনী হাজীর বক্তব্য শুনে।
ইয়ামেনী হাজীর বক্তব্যে তার
আবেগে কান্না চলে আসে।
ইয়ামেনী তাকে বলেছে, “হে হারিসা!
তোমার পুত্র যায়েদ ‘মুহাম্মদ আরাবীর’
নিকট জীবিত এবং নিরাপদে আছে।
আমার সাথে তার দেখা ও
কথাবার্তা হয়েছে। সে তোমাদের সালাম
পেশ করেছে।
শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন
Next রাসূলের দরবারে হারিসা - রাসূলে পাক ও হারিসার সংলাপ ও বৈঠক
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন