যুবকদের প্রতি আবেদন

কোন মন্তব্য নেই
আমার প্রাণপ্রিয় যুবক ভাইগণ!
তোমরা মুসলিম। ইসলাম তোমাদের
ধর্ম। তোমাদের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে,
রয়েছে মুসলিম যুবকদের
স্বর্ণালী ইতিহাস।
সুতরাং তোমাদেরকে ধর্মের কঠোর
অনুশীলন করতে হবে।
রক্ষা করতে হবে সে ঐতিহ্য, সমুন্নত
রাখতে হবে পূর্বসূরী মুসলিম যুবকদের
স্বর্ণোজ্জ্বল ইতিহাস।
 গভীরভাবে তোমাদের অনুধাবন
করতে হবে যে, ইসলামের শত্র“দল
তোমাদের দ্বারা ইসলাম ও মুসলিম
উম্মাহকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র
বাস্তুবায়নে সাংঘাতিক তৎপর।
অতি সতর্কতার সাথে অত্যন্ত
গোপনে ও
সুকৌশলে এরা তোমাদেরকে এবং মুসলমান
জাতিকে গ্রাস
করতে উঠে পড়ে লেগেছে। সেবার নামে,
অর্থ-সম্পদের লোভ দেখিয়ে, প্রগতির
প্রলোভনে, শিক্ষা-সংস্কৃতির
উন্নয়নের শ্লোগানে বিভিন্ন উপায়
অবলম্বনের আড়ালে তাদের কু-মতলব
তারা কার্যকর করছে।
 যুবকরাই জাতির উজ্জ্বল ভবিষ্যৎ।
জাতীয় ঐতিহ্য সংরক্ষণ, প্রচার-
প্রসার ও জাতীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ
দায়িত্ব তোমাদেরকে অবশ্যই পালন
করতে হবে। আর
করতে হবে সতর্কতা ও দূরদর্শীতার
সাথে। এর জন্যে প্রয়োজন
দ্বীনি শিক্ষা অর্জন এবং সে মুতাবেক
আমলের, সাহসিকতার, মধুর চরিত্রের,
ইবাদত-মুজাহাদার। প্রয়োজন আল্লাহর
প্রতি দৃঢ় বিশ্বাস ও বিশ্বা রাসূলের
প্রতি আন্তরিক আনুগত্যের। তাই
তোমরা সাহাবীদের জীবনাদর্শ
পড়াশোনা কর। মুসলিম মনীষীদের
ইতিহাস অধ্যায়ন কর। এ পাঠ
তোমাদের চলার পথে হবে উত্তম
পাথেয়।
 তোমাদেরকে স্মরণ রাখতে হবে যে,
বস্তু জগত অত্যান্ত প্রলুব্ধকর।
মরীচিকাময় এ জীবন অস্থায়ী।
চিরস্থায়ী জীবন পরকালের জীবন।
সে জীবনের শেষ নেই, সে জীবনের
অশান্তি চির অশান্তি। সে জীবনের
শান্তি চির শান্তি। সুতরাং চির
শান্তির পথ বেছে নিতে হবেÑ আসুক
শত বাধা, শত প্রতিবন্ধকতা। সবকিছু
এড়িয়ে কবর-হাশর এবং পুলছিরাতের
ঘাটি নিরাপদে পাড়ি দেয়ার
সুব্যবস্থা করতে হবে। আল্লাহ
ওয়ালাদের সহচর্য গ্রহন করে তাদের
প্রতি বৈরিতার ভাব পরিহার করো।
তাদের প্রতি শ্রদ্ধা, ভক্তি তাদের
সান্নিধ্য ও তাওয়াজ্জুহ আল্লাহর
মারিফাতের পথ সুগম করবে। খৃষ্টান
যুবকের ঈমান লাভ এবং তার মন-
মানসিকতার ফলাফল
থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহপাক
তোমাদেরকে তাওফীক দান করুন।
যুবকদের জন্য আমার
মুনাজাতঃ হে রাব্বুল আলামীন!
আপনি দয়ার সাগর, ক্ষমার মালিক।
আমার প্রাণপ্রিয় যুবকদেরকে হেদায়েত
ও নাজাতের গৌরবে উদ্ভাসিত করুন।

শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন

Next Post 17আট. যুবক রশীদ ইবনে সুলাইমান

কোন মন্তব্য নেই :