পৃথিবী আমার আসল ঠিকানা নয়…!!!

কোন মন্তব্য নেই
মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব …
মিছে গান কবিতার ছন্দ…
মিছে এই অভিনয় নাটকের মঞ্চে…
মিছে এই জয় আর পরাজয়…
পৃথিবী আমার আসল ঠিকানা নয়…!!!
পৃথিবী আমার আসল ঠিকানা নয়...!!!
পৃথিবী আমার আসল ঠিকানা নয়…!!!
আপনি কি নিজেকে খুব সুপুরুষ ভাবেন
অথবা খুব সুন্দরী ?
আপনি কি প্রচুর অর্থশালী ?
আপনি কি খুব ক্ষমতাবান ?
আপনি কি অতিশয় স্বাবলম্বী ?
আপনার কারো সহায়তার প্রয়োজন
নেই ?
আচ্ছা, তখন কি হবে যখন আপনি মৃত্যু
বরণ করবেন ?
আপনার কারো সহায়তার প্রয়োজন
হবে যে আপনাকে গোসল দেয়াবে
আপনার কারো সহায়তার প্রয়োজন
হবে যে আপনাকে কাফন দিয়ে ঢাকবে
আপনার কারো সহায়তার প্রয়োজন
হবে যে আপনাকে কবরস্থ করবে
এবং সর্বাপেক্ষা প্রয়োজন যা হবে ,
কেউ তো অন্তত আপনার মাগফেরাতের
জন্য দোয়া করবে , অতএব দাম্ভিক
হবেন না ,এই পৃথিবীর বুকে সদয়
এবং বিনয়ী হয়ে চলুন !!!
মনে রাখবেন ইবলীস কখনো মুর্খ ছিল
না
সে ছিল একটি দাম্ভিক !!!
আল্লাহ বলেন , নিশ্চয় আল্লাহই বীজ
ও আঁটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী;
তিনি জীবিতকে মৃত থেকে বের করেন ও
মৃতকে জীবিত থেকে বের করেন।
তিনি আল্লাহ অতঃপর তোমরাকোথায়
বিভ্রান্ত হচ্ছ?” [সূরা আল আন-আম
-৯৫]
“তিনিই জীবন দেন, তিনিই মৃত্যু দেন
এবং তারই
দিকে সবাইকে ফিরে যেতে হবে।”
[ইউনুস, আয়াত ৫৬]
কিয়ামতের দিন আল্লাহ
আমলনামা হাতে দিয়ে বলবে —
‘ আপন কর্মের রেকর্ড । আজ তোমার
নিজের হিসাব করার জন্য তুমিই যথেষ্ট
।(সূরা বনী ইসরাইল-১৪)
আল্লাহ আমাদের বুঝার তওফিক দান
করুন । আমীন

শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন Next post
যে নিজেকে চিনতে পেরেছে সে তার আল্লাহ কে চিনতে পেরেছে

কোন মন্তব্য নেই :