মেয়েদের জন্যেও কনডম আছে।

কোন মন্তব্য নেই

ক্ছবিতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন
তার নাম ফিমেল কনডম। ছেলেদের
যেমন কনডম আছে,
তেমনি আছে মেয়েদের জন্যেও।
ব্যবহারের অজ্ঞতার জন্যে আমাদের
দেশে এর তেমন একটা ব্যবহার নেই।
কিন্তু ওয়েস্টার্ন দেশগুলোতে ছেলেদের
চেয়ে মেয়েদের কনডমের
চাহিদা বেশি। কারণ মেয়েদের কনডম
ব্যবহারে তুলনামূলক
ভাবে যৌনমুলনে বেশি আনন্দ
পাওয়াযায়।
এখন শিখিয়ে দিচ্ছি ফিমেল কনডম
ব্যবহারের নিয়মঃ
এর নীচের
দিকে যে রাবারটি দেখতে পাচ্ছেন
তা থাকে যোনীর ভেতর। আর চিকন বড়
ফাঁকের
যে রাবারটি আছে তা যোনীমুখের
বাইরে আটকে থাকে। নীচের
মোটা রাবারটিকে প্রথমে বুড়ো আঙ্গুল
এবং তর্জনী ব্যবহারে পেন্সিলের
মতো করে ধরে যোনীমুখে সামান্য
ঢুকিয়ে এরপর বাইরের বড় ফাঁকের
রাবারটির ভিতর দিয়ে আঙ্গুল
দিয়ে আস্তে আস্তে চাপ
দিয়ে পুরো কনডমটিকে যোনীর ভেতর
ঢুকিয়ে দিন। দেখবেন বাইরের
রাবারটি যোনীমুখের
চারপাশে আটকে আছে।
তা ভেতরে ঢুকে নিজে থেকেই প্রসারিত
হবে।
এবার যৌনমিলন উপভোগ করুন। মিলন
শেষে সাবধানে কনডমটি বের
করে আনুন।

শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।
এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব।
প্রকাশক ও সম্পাদকসৈয়দ রুবেল উদ্দিন

কোন মন্তব্য নেই :