'এফএইচএমে'র প্রচ্ছ্বদে সানি
পর্নো তারকা সানি লিওন টপলেস ক্যামেরাবন্দি হলেন। ভারতীয় ম্যাগাজিন 'এফএইচএমে'র জন্য তিনি এ টপলেস শুট করেছেন। সানি বিদেশি ম্যাগাজিনের টপলেস কভার গার্ল হলেও ভারতে এটিই তার প্রথম শুট। ম্যাগাজিনের কভারে টপলেস শুটে দেখা গেছে, সানি মিহি কাপুড়ে সবুজ একটি জর্জেট শাড়ি পরেছেন। শাড়ির আঁচল মাটিতে গড়িয়ে পড়ছে। তিনি তার দুই হাত দিয়ে বক্ষদ্বয় ঢেকে রেখেছেন। এ প্রসঙ্গে সানি লিওন তার
টুইটারে লিখেছেন, 'অনেক দিন পর টপলেস শুট করলাম। ছবিটি টপলেস হলেও বেশ শৈল্পিকভাবেই আমাকে উপস্থাপন করা হয়েছে'। সম্প্রতি এ পর্নোস্টার তার প্রথম ছবি 'জিসম-২'র শুটিং শেষ করছেন।ইতোমধ্যে তিনি একতা কাপুর পরিচালিত 'রাঘিনী এমএমএমে'র সিক্যুয়েল 'রাঘিনী এমএমএম-২' এ চুক্তিবদ্ধ হয়েছেন। সানির ভাষ্যমতে, দীর্ঘদিন 'জিসম-২' এর শুটিং করলাম। এখন একটু ছুটি কাটাব। তারপর আবার নতুন প্রজেক্ট 'রাঘিনী এমএমএম-২' শুরু করব। গেল বছর সানি লিওয়ান 'বিগ বস-৫'মাধ্যমেই বলিউডের নজর কাড়েন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন