সিঙ্গাপুরে দেহব্যবসার নামে নাবালিকা অত্যাচার করা হচ্ছে
সিঙ্গাপুরে দেহব্যবসা বৈধ। কিন্তু সেই সুযোগে দেশজুড়ে শুরু হয়েছে নাবালিকা অত্যাচার। ১৮ বছরের কম বয়সী মেয়েদের অনেককেই জোর করে নামাতে বাধ্য করা হচ্ছে এই পেশায়। শুক্রবার একটি স্কুলের প্রধান শিক্ষককে দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত। অপরাধ_ প্রধান শিক্ষক তার স্কুলের ছাত্রীদের দেহব্যবসায় নামতে উৎসাহ দিতেন। শুধু তাই নয়, এর সঙ্গে যোগ রয়েছে বিদেশি এজেন্টদেরও। পাঁচ বিদেশিকে নাবালিকাদের দেহব্যবসায় নামানোর অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছে। তথ্যসূত্র : এএফপি। প্রায় সারা বছরই দেশটিতে থাকে পর্যটকদের ভিড়। সেই সুযোগে দেহব্যবসাও চলে রমরমিয়ে। অল্প সময় অনেক টাকা রোজগারের নেশায় সিঙ্গাপুরে অনেকেই জড়িয়ে পড়ছে এই ‘কলগার্ল’ পেশায়। সেক্সর্যাকেট তৈরি হয়েছে পুরো দেশজুড়ে। সিঙ্গাপুর সরকার অবশ্য তা নিয়ে চিন্তিত নয়। চিন্তা নাবালিকাদের নিয়ে। পড়াশোনার বদলে অনেকে অল্প বয়সীরাই বেছে নিচ্ছে দেহব্যবসার পথ।তবে সবচেয়ে চিন্তার বিষয়, উচ্চবিত্তরাও এই নাবালিকা ‘কলগার্ল’দের ব্যবহার করছেন। সিঙ্গাপুরের এক বড় শিল্পপতির ৪১ বছরের ছেলে এক নাবালিকা কলগার্লের সঙ্গে ধরা পড়ে যান। ক’দিন আগেই সেই শিল্পপতির ছেলে দ্বিতীয় বিয়ে করেছিলেন। সূত্র : হ্যালো-টুডে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন