খোলামেলা নিতু এবার আন্তর্জাতিক ছবিতে

কোন মন্তব্য নেই

ব্যাপক খোলামেলা পোশাকে অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে ইতিমধ্যে ঝড় তুলেছেন সেক্সসিম্বল অভিনেত্রী নিতুচন্দ্রা। কিন্তু অভিনেত্রী হিসেবে নিজেকে কোন ছবির মাধ্যমেই তুলে ধরতে পারেননি তিনি। তবে তার নামের পাশে হটঅভিনেত্রীর তকমাটা জুটেছে ঠিকই। বলিউডে সফলতা না এলেও এবার নিতু চন্দ্রার অভিষেক ঘটতে যাচ্ছে একটি আন্তর্জাতিক চলচ্চিত্রে। গ্রিক এবং ইংরেজি এই দুই ভাষায় নির্মাণ হতে যাচ্ছে ছবিটি। পরিচালনা করবেন গ্রিকনির্মাতা কাইরাকোস টোফারিডিস। পরিচালকের সঙ্গে ইতিমধ্যে কথা পাকা হয়েছে নিতুর। ছবিতে বেশ কিছু নগ্ন দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন তিনি। তবে নিতু চন্দ্রার এমন আন্তর্জাতিক ছবিতে অভিষেকের ক্ষেত্রে বলিউডের পরিচালক অনুরাগ কাশিয়াপের ভূমিকা মুখ্য ছিল। মূলত ছবিটির জন্য একজন ভারতীয় অভিনেত্রী খুঁজছিলেন পরিচালককাইরাকোস টোফারিডিস। সেজন্য অনুরাগের সহযোগিতা চেয়েছিলেন তিনি। অনুরাগই নিতুকে কাস্ট করার জন্য বলেন। অনুরাগের সহায়তায়ই একটি অনলাইন মিটিংও কাইরাকোসের সঙ্গে সেরেছেন নিতু। আর তার মাধ্যমেই ছবির জন্য কথা পাকাপাকি হয়ে যায়। এ ছবির শুটিংয়ে অংশ নিতে খুব শিগগিরই গ্রিসে যাচ্ছেন নিতু। এই ছবিতে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করতেইব্যস্ত তিনি। পাশাপাশি এ ছবিতে সুযোগ পাওয়ায় পরিচালক অনুরাগ কাশিয়াপের কাছেও বেশ কৃতজ্ঞ নিতু।

কোন মন্তব্য নেই :