পরিচালকরা তাদের ব্যবসা করে, নারীদের দেহ দেখিয়ে,ছবি দিয়ে নয়
কারিনা কাপুর |
অক্ষয় কুমার এবং ক্যাটরিনা |
ইসলাম নারীকে রাণীর মর্যাদা দিয়ে ।আর নারীরা সেই মর্যাদার আসন ছেড়ে নিজেদের গায়ে নিজরাই কাদা মাখিতেছে ।আর সব দোষ ছেলেদের উপরে বসাইতেছে ।কিন্তু নিজেরা কি করতেছে সেটার কোনো খবর নেই ।এর মজা কত তোমরাও বুঝবে মরার পরে ।আল্লাহ তোমাদের কে নাচার সুযোগ দিয়েছে নাচিয়া যাও । আমরা চাইয়া দেখিতে থাকি।
ইসলাম তোমাদের কে ভোগের বস্থু বানাইনি?
বরং তোমরা নিজেরাই বস্থুতে পরিনতি হয়েছো।
তোমরা এতোই সস্থা হয়ে গেছো যে এখন তোমাদের কে ভোগ করতে বিয়েও করা লাগেনা।
মহান আল্লাহর কথা তোমাদের ভালো লাগে না?
তাই তোমরা শয়তানের কথা মেনে চল।
তোমরা আজকের দিন কে বড় মন কর?
পর কাল কে হেয়েও করো।
যত খুশি করতে পারো করে যাও।
আমরা তোমাদের কে বাঁধা দিবোনা।
আর তোমরা ভেবোনা এই সব করে পার পেয়ে যাবে?
তোমরা আজকের দিনে যা করতেছো গোপনে বা প্রকাশে?
নিশ্চয় আগামিতে তারী প্রতিফলন পাবে।
সে দিন তোমাদের সাহায্য কারি কেউ হবেনা।
আজকের দিনে যা করেছো তাও অস্বীকার করতে পারিবেনা।
টাকা পয়সা,বাড়ি গাড়ী, বন্ধু বান্ধব কেউ কাজে আসবেনা।
তোমার কৃত কর্মেই তোমাকে সঠিক জায়গাতে পৌছে দিবে।
এবং সেখানেই বাস করবেই চির কাল।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥সমাপ্ত♥♥♥♥ ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ব্লগারের সাথে ফেসবুকে যোগাযোগ করুণ
লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
ভাল থাকুন সব সময় ।
আল্লাহ হাফেজ।
যদি পারেন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।
ফেসবুকে শেয়ার করতে এখানে ক্লিক করুণ
বিঃদ্রঃপোস্ট টি আজ ১৯/০৩/২০১৩ তে নতুন করে আপডেট করা হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
৯টি মন্তব্য :
সত্যিই বলেছেন, পরিচালকগণ তাদের ব্যবসার জন্যই মেয়েদের উলঙ্গ করে উপস্থাপন করছে। ধন্যবাদ সুন্দর পোস্ট করার জন্য।
ভাই এমন পোস্ট রিমুভ করে দিন। আপনাকে মানাই না।
একজন নামহীন মানুষের কথায় এতো জনপ্রিয় পোস্ট আমি সরিয়ে ফেলতে পারিনা ।কি কারণে আমার কাছে এসমস্ত পোস্ট মানাই না তার সুনিদিষ্ট কারণ উলেখ্য করুন ।এই ব্লগটি তৈরী করেছি এসবের বিরুদ্ধে কথা বলার জন্য ।বসে বসে আঙ্গুল চুষার জন্য নয় ।আপনাকে অনেক ধন্যবাদ আমার ব্লগ বাড়ীতে আসার ও আপনার মূল্যহীন বক্তব্য ব্লগে তুলে ধরার জন্য ।
nije jei picture gula upload marsen, ogula ki na deikha upload marsen? er jonno ki apnar kono dosh hoy nai tai bolben? bhondami bondho koren,,,
আমি প্রমাণ ছাড়া কথা বলিনা ।প্রমাণ সহ কথা বলাতে যদি কারো মুখে চুলকানী পড়ে যায় এতে আমার কিছু করার নেই ।যাদের মুখে চুলকানী পড়ে যায় তাঁরা যেনো হারপিক দিয়ে ধূয়ে নেয় ।
Go man go.Destroy shoitaner doll.
তোমরা ও ভালো হয়ে চলো
ভাই ঠিকই বলেছেন আমাদেরদেশে ও এখন নায়িকাদের খোলামেলা পোশাক পড়ে ছবি বানানো হচ্ছে।আগে পরিবারের সবাই মিলে একসাথে সিনেমা দেখা যেত এখন আর দেখা যায়না।
Ajakl takar jonno sob kisui to kortapara tai bola ke amraw korbonaki
একটি মন্তব্য পোস্ট করুন