স্বাস্থ্য সমস্যা এবং ডাক্তারি সমাধান প্রফেসর ডাঃ এ এইচ মোহামমদ ফিরোজ এফসিপিএস, এমআরসিপি, এফআরসিপি (পাতা ২)

কোন মন্তব্য নেই
ইস্ট্রোজেন থেরাপি এবং ফাইব্রয়েড ফাইব্রয়েডের ডাক্তারি নাম ইউটেরাইন লিওমায়োমাটা। নারীর শরীরে প্রোজেস্টেরন মাত্রা কমেগেলে এ জাতীয় সমস্যা হতে পারে। মনোপজ পরবর্তী সময়ে এবং ইস্ট্রোজেন ও প্রোজেস্টিন রিপেস্নসমেন্ট থেরাপির ফলে অনেক সময় ফাইব্রয়েড হতে পারে। এস্টিরিয়াল জাতীয় ইস্ট্রোজেন থেরাপি অনেক সময় ফাইব্রয়েডের সৃষ্টি করে। হিসটেরেকটমির প্রভাব হিসটেরেকটমির প্রভাবে যে সমস্যাগুলো দেখা দিতে পারে- *. গ্র্যানুলেশন টিস্যু *. ফ্যালোপিয়ান টিউবে প্রোলাপস *. এডোমেট্রোসিস *. এট্রোফিক ভ্যাজিনাইটিস *. যোনির অপ্রীতিকর সমস্যা। হিসটেরেকটমির জন্য যে উপসর্গগুলো দেখা দিতে পারে *. ইউরিনারী ট্র্যাক্টে ইনফেকশন *. গ্যাস্ট্রোইনটেস্টিনাল সমস্যা *. যোনির সমস্যা *. ভাবের পরিবর্তন *. শরীরে ব্যথা *. সাধারণ অন্যান্য শারীরিক সমস্যা। হিসটেরেকটমির পরে আরো কিছু বিরল সমস্যা দেখা দিতে পারে যেমন- *. রক্তস্বল্পতা বা এনিমিয়া *. মস্তিষেকর রক্তক্ষরণ সমস্যা *. বাওয়েল ইনজুরি *. মত্রথলির সমস্যা *. লিভার ফেইলিওর *. তলপেটের ব্যথা *. কিডনির সমস্যা ইত্যাদি। হিসটেরেকটমির চিকিৎসার পরে কিছু সতর্কতা *. অন্তত চার সপ্তাহ বিশ্রাম *. ৭ থেকে ১০ দিন পর্যন্ত গাড়ি না চালানো *. অন্তত চার সপ্তাহ যৌনমিলনে অংশ না নেয়া ইত্যাদি ব্যাপারে সতর্কতার প্রয়োজন। প্রাকমনোপজকালীন অতিরিক্ত রক্তপাত ডাক্তাররা এই সমস্যায় কয়েকটি ব্যাপারে পরীক্ষা করে থাকেন যেএই উপসর্গের অন্য কোনো কারণ আছে কি না। যেমন তারা পরীক্ষা নীরিক্ষা করেন- *. এডোমেট্রিয়াল সমস্যা হয়েছে কি না *. ফাইব্রয়েড অথবা পলিপ কি না *. অস্বাভাবিক থাইরয়েড হরমোনের জন্য এরকম হয়েছে কি না ইত্যাদি। এরকম সমস্যার ক্ষেত্রে ভিটামিনকে খুব ভালো কাজ করতে পারে। তবেঅনেকক্ষেত্রে এরকম সমস্যা যদি গ্যাস্ট্রোইনটেস্টিনাল রোগের জন্য হয়ে থাকে তবে এসকরবিক এসিড (ভিটামিন সি) এর প্রয়োজন হয়ে পড়ে। অনিয়মিত মেনস্ট্রুয়াল মেট্রাহেজিয়া বা অনিয়মিত সেনস্ট্রুয়ালের প্রধান কারণ হলো করপাস লিউটিয়াম কার্যক্রমের সমস্যা। প্রচুর পরিমাণে ক্যাফেইন বা সিগারেট খেলে অনেক সময় নারীদের এই সমস্যা দেখা দেয়। ডাক্তাররা যে বিষয়গুলো সম্বন্ধে পরামর্শ দেন মাসিকচক্রে নিয়মিত করার জন্য- *. রিলাক্স করা *. মানসিক চাপ কমানো *. কিছু শারীরিক ব্যায়াম *. খাদ্যজনিত সমস্যা থাকলে তার প্রতিকার *. সাইটোইস্ট্রোজেন সাপিস্নমেন্ট গ্রহণ। যোনির হিসটেরেকটমি অনেক নারী ডাক্তারের কাছে আবেদন করেন যেন তার চিকিৎসা লেসার-এর মাধ্যমে হয়ে থাকে। ল্যাপারোস্কোপি ইন্ট্রুডিউসার(ট্রোমার) যোনির হিসটেরেকটমি সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হরমোন রিপেস্নসমেন্ট থেরাপি এবং রক্তপাত অনেক নারীর হরমোন রিপেস্নসেমেন্ট থেরাপির সময় যোনি থেকে রক্তপাত হতে পারে। অনেক সময় এটা স্বাভাবিক মাত্রায় আবার অনেক সময় খুব বেশি পরিমাণে রক্তপাত ঘটে। গবেষণায় দেখা গেছে, হরমোন রিপেস্নসমেন্ট থেরাপির কোনো প্রভাব শতকরা ২ ভাগ নারীর ওপর পড়ে না। রক্তপাত সমস্যায় সনোগ্রাফি স্যালাইন ইনফিউশন সনোগ্রাফি অনেক সমস্যার জন্য উপযুক্ত ডায়াগনোসিস। যেমন- *. এডোমোট্রিয়াল ক্যান্সার *. এডোমেট্রিয়াল হাইপারলেসিয়া *. এডোমেট্রিয়াল পলিপস *. ফাইব্রয়েড *. ইন্ট্রাইউটেরাইন স্ক্যারিং। মনোপজ উত্তর রক্তপাত এডোমেট্রিয়াল ক্যান্সার হলে অনেক সময় এই জাতীয় মনোপজ উত্তর রক্তপাত হতে পারে। সাধারণত পঞ্চাশ বছরের পরে এই সমস্যা দেখা দিয়ে থাকে। স্তন ক্যান্সার অনেকে মনে করেন জন্মনিয়ন্ত্রণের পিল স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। কিন্তু গবেষকরা মনে করেনএজন্যে কোনো উপদাহরণ এখনো পাওয়া যায়নি। যাতে করে এটি নিশ্চিতভাবে বলা সম্ভব স্তন ক্যান্সারের জন্য জন্মনিয়ন্ত্রণের পিল দায়ী। তবে বংশগতির ধারা স্তন ক্যান্সারের ব্যাপারে বেশ ভূমিকা রাখতে পারে। শতকরা ২৭ ভাগ ক্ষেত্রে নারীর স্তন ক্যান্সারের কারণ এই বংশগতির প্রভাব। আবার অনেক ক্ষেত্রে ফাইব্রোসিসটিক স্তনের অসুখের প্রভাবেও স্তন ক্যান্সার হতে পারে। যে বিষয়গুলো স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে- *. বয়স *. গোত্র *. প্রথম পিরিয়ডের বয়স *. প্রথম শিশু জন্মের বয়স *. ডাক্টাল সারকিনোমার পূর্ব ইতিহাস ইত্যাদি। ম্যামোগ্রাম স্তনের যে কোনো প্রকার সমস্যারজন্য ম্যামোগ্রাম অত্যন্ত উপকারী। স্তনের সিস্ট সমস্যার জন্যও মেমোগ্রাম উপযোগী। ম্যামোগ্রাম সিস্ট সমস্যার মোকাবিলা করতে পারে না। কিন্তুসিস্ট স্তনের কোথায় অবস্থান করছে তা পরিষকার দেখতে পারে। স্তনের সিস্ট সমস্যার মোকাবেলায় ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। অনেক ক্ষেত্রে অবহেলা বা অজ্ঞতার জন্য সিস্ট স্তন ক্যান্সারে রূপ নিতে পারে। ♥♥♥♥সমাপ্ত♥♥♥♥ প্রকাশক : সৈয়দ রুবেল উদ্দিন www.facebook.com/sayed.rubel3 ভাল লাগলে ফেসবুকে শেয়ার করুন । লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ । ভাল থাকুন সব সময় ।

কোন মন্তব্য নেই :