লিঙ্গভেদে জীবন বিকাশ এস. এম. লতিফ তালুকদার part 2
জন্মের পর থেকে শিশু ৫ বছর বয়স পর্যন্ত কতগুলো পর্যায় অতিক্রম করে অগ্রসর হয়। শৈশবে মানবসন্তান অনূন্য দুই বছর বয়সে নিজ নিজ লিঙ্গ সম্পর্কে সজাগ হয় এবং ৪ বছরের মাথায় সক্রিয় হয়ে ধাপে ধাপে পূর্ণতা অর্জন করে। মনোসমীক্ষণবাদের প্রবর্তক Sigmund Freud- এর মতধারায় যৌন কামনা হচ্ছে আদিমতম কামনা, মৌলিক কামনা। এই কামনাকে চরিতার্থ করার জন্যই আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন পরোক্ষ প্রতিক্রিয়ার সাহায্য গ্রহণ করি। নারী-পুরুষ প্রত্যেকেরই পরসপরের চোখে দেহ সৌষ্ঠবকে যথার্থই সুন্দর তরতাজা করে ফুটিয়ে তোলার বিষয়টি সন্দেহাতীতভাবেই সার্বজনীন। শিশুর কামনাওযৌন কামনা। জন্মের সময় থেকেই এই কামনা শিশুর মধ্যে বিদ্যমান থাকে। শিশু প্রথমে স্তন্যপান, পরে দাঁতে কামড়ে আহার্য গ্রহণ করতে শিখে। ফ্রয়েড মনে করেন, এই বয়সে মুখই হলো যৌন পরিতৃপ্তির উৎস। স্তন্য পান এবং চর্বনক্রিয়ায় শিশুরা যে আনন্দ পায় সেটি যৌন তৃপ্তিরই নামান্তর। প্রথম বছরে যদি শিশুর স্তন্য পান সপৃহা চরম পরিতৃপ্তি লাভ করে তাহলে শিশু ভবিষ্যৎ জীবনে আশাবাদী হয়। মনোবিদ ফ্রয়েড বলেন, ৩-৬ বছর বয়সে পুরুষ শিশুর মধ্যে মায়ের প্রতি যৌনাসক্তির আবির্ভাব ঘটে যাকে বলা হয় oedipus complex.. গ্রিক পুরাণের রাজা ইডিপাস নিজের অজান্তেই পিতাকে হত্যা করে মাতাকে বিয়ে করেছিরেন। অপরপক্ষেমেয়েশিশুর মধ্যে পিতার প্রতি যৌনাসক্তির সৃষ্টিহয়, নাম হলো Electra complex.Oedipus, Eletrapus complex জনিত সম্পর্ক স্থাপনে পিতা-মাতা এবং সমাজের অন্যদের নিকট থেকে বাধা আসে। পরে এহেন complex এর স্বাভাবিক পরিণতি ঘটে ছেলেদের বাবার সঙ্গে আর মেয়েদের মায়ের সঙ্গে একাত্ম অনুভবের মধ্য দিয়ে। এভাবে oedipus, electrapus- এর সফল পরিণতি হয়ে থাকে। কিন্তু শৈশবের এতদৃশ বিশেষ যৌনানুভূতি অবদমিত অবস্থায় লুক্কায়িত থাকে বালক-বালিকার অবচেতন মনে। বয়োসন্ধিকালে সেই অবদমিত সম্পর্ক পিতা-মাতার নিকট থেকে সরে গিয়ে বাইরের পরিবেশের প্রতি সংস্থাপিত হয়। তাতে ছেলেরা স্বাভাবিকভাবে মেয়েদের প্রতি, মেয়েরা ছেলেদের প্রতি আকৃষ্ট হয়। আর তাই ইতিপূর্বেকার complex দুটির সফল পরিণতির ফলশ্রুতিস্বরূপ ছেলেরা মেয়েদের এবং মেয়েরা ছেলেদের ভালোবাসতে শুরু করে। (ফ্রয়েডের ভাষায় সেক্সবিহীন প্রেম কল্পনামাত্র)। মনোবিজ্ঞানী ফ্রয়েড মানব-মানবীর ব্যক্তিত্ব বিকাশে শৈশব জীবনের অভিজ্ঞতার যে প্রভাবের কথা উল্লেখ করেছেন আধুনিক পরীক্ষণে তার সত্যতা জোরালভাবেই প্রমাণিত হয়েছে।বয়োসন্ধিক্ষণে ছেলেমেয়েরা দ্রুত বেড়ে ওঠে। এ সময় তাদের গলার স্বর ভেঙে যায়। ছেলেদের মাংসপেশি শক্ত হয়। মুখে দাড়ি, গোঁফ গজায়। স্থানে স্থানে নিষিদ্ধ লোমের উদ্ভব ঘটে। মেয়েদের বুক প্রশস্ত ও উন্নত হয়ে ওঠে,গ্রীবা দীপ্ত হয়। বগলে ও যৌনাঙ্গে অনভিপ্রেত লোম গজায়। ঋতুস্রাব হয়। লিঙ্গ লিঙ্গ ভূমিকায় যৌবনাগমনে ছেলেরা ছেলেদের সাথে, মেয়েরা মেয়েদের সাথে খেলতে মিশতে বেশি পছন্দ করে। এ জাতীয় দলভুক্তিকে বলা হয় Peer group শারীরবৃত্তীয় বিকাশে ছেলেদের যৌনক্ষমতা প্রাপ্তি ঘটে ১৩-১৬ বছর বয়সে। এই যৌনলিপ্সা সাধারণত ২০-২২ বছর বয়সে চরমে পৌঁছায় পরে ৪০-এর পূর্বেই অবনতি ঘটতে থাকে। মেয়েদের মধ্যে যৌন ক্ষমতার আবির্ভাব ঘটে ১১-১২ বছর বয়সে (ছেলেদের অপেক্ষা অগ্রগামী)। তাদের এই যৌন তাড়না ২০-৩০থেকে মধ্য বয়স অবধি অব্যাহত থাকে। তবে মেয়েদের যৌনক্ষমতার সময়সীমা, যৌন আবেগের স্থায়িত্বকাল বেশি হলেও ছেলেদের মতো তারা সহজেই আবেগপ্রবণ হয় না, হলেও তাপ্রকাশ করে না।
মনোদৈহিক বিকাশের সমস্যায় শিক্ষা প্রতিষ্ঠানের কথাই ধরা যাক, উদাহরণস্বরূপ, মাধ্যমিক স্কুল শ্রেণীর জনৈক ছাত্রীর (একটি পাশ্চাত্য দেশের প্রেক্ষাপট) শারীরিক পরিবর্ধন ও পরিস্ফুটন সমহারে না হওয়ায় সে তার সাথী-সঙ্গিনীদের মুখাপেক্ষী হীনমমন্যতা, অন্যমনস্কতা এবং শ্রেণীকক্ষে অমনোযোগিতায় ভুগছে। শিক্ষকের স্নেহপ্রবণ দায়িত্বপূর্ণ দৃষ্টি সবার দিকেই সমান। ব্যক্তিগত জিজ্ঞাসাবাদে বয়োসন্ধিক্ষণের লাজ-ভীরুকোমলমতি ছাত্রীটির নিকট থেকে সরাসরি clear cut জবাব না পেয়ে শিক্ষক সাহেব ছাত্রীর অভিভাবক স্বয়ং মাতাকে ডেকে এনে জানতে পারলেন, পুত্রীর দেহের বিশেষ একটি ত্রুটিপূর্ণ গোপন তথ্য। Treatment চলছে ডাক্তার বলেছেন অপারেশনের কথা। কিছুদিন সময় লাগবে। ইতিবৃত্ত জেনে মাননীয় শিক্ষক মহোদয় মাকে পরামর্শ দিলেন- Dear Mun, for the time being, yourKid needs a paded Bra.
শিক্ষকের উপদেশে মা-মেয়েকে নির্দেশ দিলেন paded dress up করতে।মার আদেশে বলা বাহুল্য স্বীয় উৎসাহেও মেয়ে সেজেগুজে বিদ্যালয়ে যথারীতি হাজিরা দেয়া শুরু করে এবং ধীরে ধীরে কিশোরী মনের স্বতঃস্ফূর্ত উদ্যমে সবার সঙ্গে কাজকর্ম, চলাফেরা করে চলে। To the surprise of all সার্জিক্যাল অপারেশনের পূর্বেই mentally cure পূর্বেকার দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে লজ্জাশীল ছাত্রী ছন্দময় গতিশীল হয়ে ওঠে। শিক্ষক শুধু শিক্ষাঙ্গনের শিক্ষা বিজ্ঞানী নয়, মনোজগতের মনোবিজ্ঞানীও
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন