লিঙ্গভেদে জীবন বিকাশ এস. এম. লতিফ তালুকদার part 1
এস. এম. লতিফ তালুকদারমানব সন্তানের লিঙ্গ নির্ধারণ মূলত মাতৃগর্ভেজাইগোট গঠনের সময়ই হয়ে যায়। পুরুষ লিঙ্গ নিঃসৃত বীর্য (শুক্রাণু) Spermatozoa নারীর যৌননালি পথে Womb জরায়ু বা মাতৃজঠরে প্রবেশ করলে জরায়ুর ভেতর Ovum ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর সংমিশ্রণ ঘটে।এই মিশ্রণের ২৪ ঘণ্টার মধ্যে ডিম্বকোষ নিষিক্ত বা উর্বর হয়ে ওঠে। এভাবে দুটি জননকোষের মিশ্রণে সৃষ্টি হয় নতুন একটি জীবকোষ zygote -জীবের দেহ গঠনের মূল উপাদান (যার বস্তুগত অস্তিত্ব ১/১০০ ইঞ্চি-এক ইঞ্চির একশত ভাগের একভাগ)। নর-নারীর মুহূর্তের বিভ্রান্তেই হোক আর সৃষ্টির রহস্যেই হোক সৃষ্টি হয় জীবনের। যাত্রা হয় মানব মানবীয় জীবনচক্রের।
To the layman- সাধারণমানুষ হিসেবে মানুষ বয়স গণনা করা হয় পৃথিবীপৃষ্ঠে ভূমিষ্ঠ হওয়ার ক্ষণ থেকে। কিন্তু বিকাশ মনোবিজ্ঞানীদের গণনায় মানুষের জীবন শুরু হয় তার জন্মেরও পূর্বে। ঠিক যেমনি ঐতিহাসিকদের মতে, তাজমহল সৃষ্টি হয়েছিল সম্রাট শাহজাহানের জন্মেরও পূর্বে। Had there been no Nowroj, therewould be no Noorjahan, no Shahjahan, no যে মুহূর্তে পিতা-মাতা যৌনমিলনের ইচ্ছা প্রকাশ করেন এবং মিলনের ফলে যদি সন্তানের জন্ম হয় তাহলে সেই মিলনের পূর্ব মুহূর্তে পিতামাতা উভয়েরই ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের সংলক্ষণগুলোর প্রতিফলন ঘটে অনাগত সন্তানটির জীবনাবর্তে।
জীবন বিকাশে মানুষের মনের মণিকোঠায় হৃদয়ের তন্ত্রীতে, তন্ত্রীতে, পায়ের নখ থেকে চুলের ডগায়ডগায় স্নায়ুতন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে সদা জাগ্রত প্রহরী সমবংশগতি ও পরিবেশের (পারিপার্শ্বিক, মানসিক) কর্মতৎপরতা। মাতৃজঠরে তথা মাতৃগর্ভে নিষিক্ত ডিম্বাণুর প্রক্রিয়ায়ন হলো গর্ভসঞ্চার। গর্ভসঞ্চারণ থেকে ভূমিষ্ঠ হওয়ার পূর্বক্ষণপর্যন্ত গর্ভ্যন্তরে জীবের অবস্থান ও বিকাশের ধারায় সেই জীবকোষ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুরমতো পুঞ্জ পুঞ্জ আকার ধারণ করে। গঠিত হয় কোষপ্রাচীর -Cell wall.Cell wall হলো জীবকোষের আবরণ। কোষের ভেতরে আছে একপ্রকার সজীব ঘন তরল পদার্থ -Potoplasm যা জীবনেরমূল সত্তা। প্রোটোপ্লাজমের ভেতরে অবস্থিত অধিকতর ঘনীভূত এবং অস্বচ্ছ গোলাকৃতি পদার্থই জীবের প্রাণকেন্দ্র- Neucleus.
Neucleus. -প্রাণকেন্দ্রে সুতার মতো কতগুলো পদার্থ বিরাজমান। এগুলো হলো chromosome রাসায়নিক বস্তুবিশেষ। প্রত্যেক জীবকোষে এ রকম ২৩ জোড়া ক্রোমোজম রয়েছে। প্রজননবাদের জনক গ্রেগর মেন্ডেলের তত্ত্বানুসারে ভ্রূণে থাকে ডিম্বাণু প্রসূত X,X ক্রোমোজম এবং শুক্রাণু থেকে আগত X,y ক্রোমোজম। অনাগত শিশুটিরলিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মাতার X ক্রমোজম + পিতার ক্রোমোজম সঞ্চার করে স্ত্রী লিঙ্গের আর মাতার X ক্রোমোজম + পিতার Y ক্রোমোজম জন্ম দেয় পুংলিঙ্গের। (just on chance factor).
ক্রোমোজমে সূক্ষ্মাতিসূক্ষ্ম দানার মতো অসংখ্য রাসায়নিক পদার্থ সুবিন্যস্তভাবে মালার আকারে গ্রথিত থাকে। এই দানাগুলোর নাম gene (প্রতি ক্রোমোজমে ৪০০০০-৮০০০০ gene আছে)। gene গুলোর বিভিন্নতার কারণেই প্রত্যেকটি মানব-মানবী স্বতন্ত্র। পৃথিবীর কারো সঙ্গে কারো কোনো রকম মিল নেই।
জন্মের পর থেকে মানব সন্তান-সন্ততির বিকাশের ধারা অব্যাহত থাকে। তবে ছেলেসন্তান ও মেয়েসন্তানের বিকাশের ধারা একই ধারায় চলে না।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন