থার্টি ফার্স্ট নাইট, হট ড্যান্সে কেঁপে উঠবে সিলেট
কোন মন্তব্য নেই
থার্টি ফার্স্ট নাইটে হট ড্যান্সে কেঁপে উঠবে সিলেট নগরী। ইংরেজি নববর্ষের ক্ষণকে বরণ করে নিতে সবখানেই ব্যাপক প্রস্তুতি। এ প্রস্তুতির প্রাথমিক অংশ হিসেবে ইতিমধ্যে সিলেট শহরের ৫ তারকা হোটেল থেকে মধ্যসারির হোটেলগুলোও বুকিং হয়ে গেছে। চালানো হয়েছে প্রচারণা। তবে বাহ্যিক প্রচারণার চেয়ে এবার ইন্টারনেটে বেশি প্রচারণা চালিয়েছেন আয়োজকরা। সব কিছুতে যেন কিছুটা লুকোচুরি। পুলিশ ও র‌্যাবের চোখে ধুলো দেয়ার প্রক্রিয়া। গতকাল সর্বশেষ তথ্য নিয়ে জানা গেছে, সিলেটে ৫ তারকা হোটেল থেকে শুরু করে জিন্দাবাজার, আম্বরখানা ও বন্দরবাজার এলাকায় সবকটি হোটেল বুকিং হয়ে গেছে। থার্টি ফার্স্টনাইটের আয়োজনের জন্য প্রায় এক মাস আগে এই হোটেলগুলোর হলরুম বুকিং দেয় আয়োজকরা। সিলেটের রোজভিউ হোটেল, স্পাইসি হোটেলসহ বেশ কয়েকটি হোটেলে ডিজে পার্টিরআয়োজন করা হয়েছে। তবে আয়োজক এবং হোটেল সংশ্লিষ্টরা স্রেফ এটিকে সাংস্কৃতিক অনুষ্ঠান বলে চালিয়ে দিচ্ছেন। ইনডোর প্রোগ্রাম হওয়ায় আগে থেকেই নেয়াহয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সিলেট নগরীর জিন্দাবাজারে গ্রাম বাংলা হোটেলে ডিজে পার্টির আয়োজনের টিকিট বিক্রি প্রায় শেষ পর্যায়ে। গত ১০ দিন ধরে টিকিট বিক্রি করা হয়। থার্টি ফার্স্ট নাইট কালচারাল শো নামে রাত ১০টা থেকে ভোররাতে চারটা পর্যন্ত অনুষ্ঠান চলবে বলে পোস্টারে আয়োজকরা জানান। ফ্যাশন শো, মডার্ন ড্যান্স, উইথ ডিজে নামে এই নাইটের নামকরণ করা হয়েছে। সিলেট নগরীর জিন্দাবাজারে স্পাইসিসহ আরও কয়েকটি রেস্টুরেন্টে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে, এবারের থার্টি ফার্স্ট নাইটের সবকটি অনুষ্ঠানে টিকিট সিস্টেম চালু রয়েছে। দুই হাজার, দেড় হাজার, এক হাজার, পাঁচশ’ টাকার হারে টিকিট ছাড়া হয়েছে। তবে কোন কোন অনুষ্ঠানে মহিলারা বিনামূল্যে ঢুকতে পারবেন। মহিলাদের কাছ থেকে টিকিট বাবদ কোন টাকা নেয়া হবে না। এ নিয়ে বিভ্রান্তি শুরু হয়েছে সিলেটে। নগরীর জিন্দাবাজারের একটি হোটেলের ডিজে পার্টিতে টিকিটের দাম ধরা হয়েছে দেড় হাজার থেকে ৮শ’ টাকা। কিন্তু এ টাকা শুধু পুরুষরা দেবেন। মহিলারা এখানে ঢুকলে কোন টাকা দিতে হবে না। অন্যদিকে, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সিলেট শহরতলীর বাংলোবাড়িগুলো ইতিমধ্যে বুকিং করা হয়েছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব বাংলোবাড়িতে হট ড্যান্স, ডিজে পার্টির আয়োজন করা হয়েছে। থার্টি ফার্স্ট নাইটে সিলেট নাচবে উন্মাদনায়।। একারণে সিলেটে মদের ছড়াছড়ি হবে প্রচুর। সীমান্ত এলাকা থেকে বিভিন্ন পার্টির পক্ষ থেকে মদ নিয়ে আসা হয় সিলেটে। এদিকে, থার্টি ফার্স্ট নাইটের অপ্রীতিকর ঘটনা কিংবা উন্মাদনা ঠেকাতে প্রস্তুত সিলেট মেট্রোপলিটন পুলিশ। ইতিমধ্যে পুলিশ ও র‌্যাব মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। সিলেট নগরীর চিহ্নিত এলাকাগুলোতে অভিযান চালানো হচ্ছে গতকাল জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। তিনি জানান, থার্টি ফার্স্ট নাইটে সিলেটে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরীর সবক’টি প্রবেশমুখে চেকপোস্ট ছাড়াও গোটা নগরীতেই থাকবে নজরদারি। সিলেট নগরীতে এবার ব্যাপক হারে থার্টি ফাস্ট নাইট বরণের প্রস্তুতি নেয়া হয়েছে। আয়োজকদের মধ্যে অনেকেই জানিয়েছেন, অতীতের সব বছরের চেয়ে এবার সিলেটের আয়োজন ব্যাপক। এই আয়োজন চলছে টানা একমাস ধরে।

♥♥♥♥সমাপ্ত♥♥♥♥
প্রকাশক : সৈয়দ রুবেল উদ্দিন
www.facebook.com/sayed.rubel3

কোন মন্তব্য নেই :