হোমায়রা হিমু’র স্ক্যান্ডাল!
কোন মন্তব্য নেই
: গ্ল্যামার মিডিয়ায় এমন অনেক সুন্দরী থাকেন, যাদের নিয়ে সচরাচর কোন স্ক্যান্ডাল কিংবা গুঞ্জন ওঠে না। মজার বিষয় হচ্ছে, এই নিয়ে মাঝে মধ্যে কথায় কথায় আক্ষেপও প্রকাশ করেন তারা। মুখ ফসকে মজা করেই বলে ফেলেন, আমরা হলাম কচুর আর্টিস্ট! কোন পত্রিকায় কোন স্ক্যান্ডাল নেই, পত্রিকায় কোন গুঞ্জনও নেই। এমন ধারার গ্ল্যামারাস টিভি অভিনেত্রীদেরমধ্যে হোমায়রা হিমু একজন। তবে অতি সমপ্রতি এ ধরনের স্ক্যান্ডাল কিংবা গুঞ্জনের অভাব পূরণ হতে যাচ্ছে হিমুর। বাস্তবে না হোক, টিভি নাটকের চিত্রনাট্যের মধ্য দিয়ে স্ক্যান্ডালের স্বাদ গ্রহণ করতে যাচ্ছেন তিনি। গ্ল্যামার মিডিয়ায় কাজ করা তারকা মডেল-অভিনেতা-অভিনেত্রী এবং তাদের ব্যক্তি জীবনের নানা চড়াইউৎরাইয়ের গল্প দিয়ে ভিন্ন মাত্রার একটি চিত্রনাট্য সাজিয়েছেন জনপ্রিয় নাট্যকার-সাংবাদিক আহমেদ শাহাবুদ্দিন। ‘স্ক্যান্ডাল’ নামের এই ডেইলি সোপটি নতুন টিভি চ্যানেল বিজয় টিভির জন্য নির্মাণ করছেন সৈয়দ শাকিল। হিমু জানান, এরই মধ্যে স্ক্যান্ডালের চার দিনের শুটিং করেছেন তিনি। শুটিং চলবে দীর্ঘ সময় ধরে। অন্যদিকে স্ক্যান্ডালে নিজের চরিত্র প্রসঙ্গে বলেন, বাস্তবে না হোক, নাটকে হলেও ভাল একটা স্ক্যান্ডাল এবং স্ট্রাগল করে বড় হওয়া শিল্পীর চরিত্র পেয়েছি।নাটকে দেখা যাবে, আমি একজন জনপ্রিয় টিভি নায়িকার ছোট বোন। আমার নায়িকা বোনই পুরো সংসার চালায়। অন্যদিকে আমি এক হুজুর ছেলের সঙ্গে প্রেম করে পালিয়ে যাই। একটা সময় আমার সেপারেশন হয়। মা-বোনের কাছে ফিরে না এসে আমি নিজেই একটা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেই। এবং প্রথম হয়ে যাই। রাতারাতি আমার দিন বদলে যায়। অন্যদিকে আমার বড় বোনের আগের অবস্থান-জনপ্রিয়তায় ভাটা পড়ে। এভাবে মিডিয়া কেন্দ্রিক আরও অনেক মজার এবং মর্মস্পর্শী ঘটনা রয়েছে স্ক্যান্ডালে। নাটকটির অভিনয় আমি দারুণ উপভোগ করছি। এদিকে, ‘স্ক্যান্ডাল’ ছাড়াও ভিন্ন মাত্রার আরও তিনটি নতুন ধারাবাহিকে কাজ করছেন হিমু। এর মধ্যে রয়েছে কায়সার আহমেদের ‘তিন কতুব’, মাসুদুর রহমানের ‘পুতুল মানুষ’ এবং এহসানুল হক সেলিমের ‘উই আর ফ্রেন্ড’। হিমু বলেন, ‘তিন কতুব’ আমার এলাকার ভাষায় (নোয়াখালি) নির্মিত হচ্ছে। বেশ মজার। ‘পুতুল মানুষ’ পুরা নাগরিক। আর ‘উই আর ফ্রেন্ড’ হলো পুরোটাই আধুনিক। পুরো ২৬ পর্বের শুটিং করেছি নেপালে। সব মিলিয়ে ধারাবাহিক নাটক করতে না চাইলেও, এসব লোভনীয় চিত্রনাট্যের কারণে না করেও পারি না। বিশেষ করে ‘স্ক্যান্ডাল’-এর ভাবনা এবং চিত্রনাট্য তো খুবই লোভনীয়।

কোন মন্তব্য নেই :