২০ বছরে ১৩ বিয়ে page ২
কোন মন্তব্য নেই
এ ঘটনায় রনি বাদী হয়ে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১১ই নভেম্বর আফরোজার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা করে। সিআর মামলা নং-২৫৭/১১। আদালত মামলাটি নথিভুক্ত করতে ফতুল্লা মডেল থানাকে নির্দেশ দিলে ১৯শে ডিসেম্বর ফতুল্লা মডেল থানা মামলাটি রেকর্ড করে। মামলা নং-৫৬।
প্রতারিত রনি ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকার রমিজ খানের ছেলে। আর সুপ্রিয়া ঘোষ ওরফে আফরোজা আক্তার (আশা) ঢাকার গেণ্ডারিয়ার দ্বীননাথ সেন রোডের তোফাজ্জলের মেয়ে। বর্তমান ঠিকানা দক্ষিণ কেরানীগঞ্জের চরখেজুরবাগ এলাকার সোহাগের বাড়ি বলে মামলায়উল্লেখ করেন রনি।
পুলিশের বক্তব্য
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই শফিকুলইসলাম জানান, আফরোজা একাধিক বিয়ে করে প্রতারণা করেছে কিনা তার প্রমাণ এখনও পাইনি। তবে মামলার বাদী খলিলুর রহমান রনি আমার কাছে আফরোজার বিয়ের ৪টি কাবিননামা দিয়েছেন। সেগুলোর সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে। তাছাড়া রনির কথামতো আফরোজা বর্তমানে লন্ডনে অবস্থান করছে। তবে এ পর্যন্ত যতটুকু জানা গেছে তা হলো, রনি ও তার পরিবারের বিরুদ্ধে আফরোজা ২টি মামলা করেছে। মামলার সূত্রধরে পুলিশ রনির বাড়িতে অভিযান চালালে রনি পাল্টা আফরোজার বিরুদ্ধে আদালতে টাকা আত্মসাতের মামলা করে। তিনি আরও জানান, আফরোজাকে টাকা দেয়ার বিষয়ে রনি কোন লিখিত প্রমাণ দেখাতে পারেনি। তবে আফরোজা ও রনিকে মুখোমুখি করতে পারলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে জানান এসআই শফিকুল ইসলাম।

♥♥♥♥সমাপ্ত♥♥♥♥
প্রকাশক : সৈয়দ রুবেল উদ্দিন
www.facebook.com/sayed.rubel3

কোন মন্তব্য নেই :