গাদ্দাফির মৃত্যুর ঘটনা তদন্তের আহ্বান জাতিসংঘের
কোন মন্তব্য নেই
জেনেভা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার ক্ষমতাচ্যুত শাসক মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর ঘটনা পূর্ণ তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়।
তাকে মেরে ফেলা হয়েছে বলে শংসয় প্রকাশ করেছে তারা।
ভিন্ন ভিন্ন সেলফোন চিত্রে দেখা গেছে, বৃহস্পতিবার সির্তে আটক হওয়ার পর আহত, রক্তাক্ত গাদ্দাফি প্রথমে জীবিতই ছিলেন।পরে গাদ্দাফি-বিরোধীদের কোলাহলপূর্ণ জটলার মাঝে তাকে মরে পড়ে থাকতে দেখা যায়।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রুপার্ট কলভিলে¬ রয়টার্স টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেছেন, "সত্যি কী ঘটেছিল সে সম্পর্কে অনেক অনিশ্চয়তা রয়েছে। কীভাবে তিনি মারা গেছেন এ নিয়ে চার-পাঁচ রকমের ভাষ্য পাওয়া যাচ্ছে।"
তিনি আরো বলেন, "আপনি যদি দুটি ভিডিও মিলিয়ে দেখেন তাতে স্পষ্ট কিছু বোঝা যায় না। কারণ,একটি ভিডিওতে আপনি দেখছেন একজনকে জীবিত ধরা হয়েছে, আবার অন্য ভিডিওতে একই ব্যক্তি মৃত।"
তিনি আরো বলেন, "ওই মুহুর্তে কীঘটেছিল তা আমরা এখনই বলতে পারবো না। কিন্তু কী ঘটেছিলো তা পরিস্কারভাবে জানাটা গুরুত্বপূর্ণ বলেই মনে করছি। আর তাই কী ঘটেছিলো এবং কিভাবে তার মৃত্যু হল তা উদঘাটনে তদন্ত হওয়া দরকার।"
আটক অবস্থায় গাদ্দাফিকে মেরে ফেলা হয়েছে- মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার নাভি পিল¬¬াই কার্যালয় এমন মনে করছে কিনা জিজ্ঞেস করা হলে জবাবে কলভিলে¬ বলেন, "দুটি ভিডিও দেখলে সে সম্ভাবনা উড়িয়েদেওয়া যায় না। তাই এ ব্যাপারে তদন্ত প্রয়োজন।"
তিনি আরো বলেন, আন্তর্জাতিক আইনের মূলনীতি অনুযায়ী, মারাত্মক অপরাধে অভিযুক্তদের যথাসম্ভব বিচার করা উচিত।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জুনে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য গাদ্দাফিসহ তার ছেলে সাঈফ আল ইসলাম এবং গোয়েন্দাপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো।
কলভিলে¬ বলেন, যে কোনো পরিস্থিতিতেই সংক্ষিপ্ত বিচারে মেরে ফেলাটা অবৈধ।
তবে তিনি বলেন, যুদ্ধে কেউ মারাগেলে সেটি ভিন্ন ব্যাপার। লিবিয়ায় গৃহযুদ্ধ চলছিলো।সুতরাং যুদ্ধের কারণে গদ্দাফিরমৃত্যু হয়ে থাকলে তা ভিন্ন ব্যাপার। পরিস্থিতির বিচারে তাঅসঙ্গত নয়।
" কিন্তু অন্যরকম কিছু হয়ে থাকলে, কাউকে ধরা হয়ে থাকলে এবংপরে ইচ্ছাকৃতভাবে তাকে মেরে ফেলা হলে তা মারাত্মক ব্যাপার"বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৮ঘ.Given URL is not allowed by the Application configuration.

কোন মন্তব্য নেই :