আইন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ বিএনপির

কোন মন্তব্য নেই
ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুফতি হান্নানের জবানবন্দি নিয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের দেওয়া বক্তব্য বিচার প্রভাবিত করার শামিল বলে দাবি করেছেন বিএনপি সমর্থক আইনজীবীদের নেতারফিকুল ইসলাম মিয়া।
জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, "তিনি (আইন প্রতিমন্ত্রী ) ২১ আগস্টেরবিচারাধীন মামলার বিষয়ে সরাসরিমন্তব্য করে নিজের সাংবাবিধানিক শপথ ভঙ্গ করেছেন।এর মাধ্যমে তিনি আদালতকে প্রভাবিত করছেন। এটা বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের শামিল।"
"বিচারাধীন বিষয়ে প্রতিমন্ত্রী নিজের চেম্বারে সাংবাদিকদের ডেকে নিয়ে কথা বলেছেন। এটাও তিনি প্রতিমন্ত্রী হিসেবে পারেন না," বলেন রফিকুল।
২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে 'ষড়যন্ত্র' করে আসামি করা হয়েছেবলে দাবি করছে বিএনপি।
গত বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন,মুফতি হান্নানের যে জবানবন্দিরওপর ভিত্তি করে তারেককে আসামি করা হয়েছে তা প্রত্যাহারের আবেদন করেছেন হুজি নেতা।
এর জবাবে পরদিন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মুফতি হান্নানের জবানবন্দি প্রত্যাহারের আবেদন যথাযথভাবে হয়নি।যথাযথভাবে হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল বলেন, "মুফতি হান্নান মঙ্গলবার আদালতের কাছে আবেদন জানিয়ে বলেছেন, ১৬৪ ধারার জবানবন্দি তার নয়, এটা সরকারের তৈরি করা স্টেইটমেন্ট।"
বিচারপতি হামিদুল হক চৌধুরীর একটি রায়ের উদ্ধৃতি দিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল বলেন, "কাউকে জোরকরে সাক্ষ্য আদায় করার অধিকার রাষ্ট্রের নেই। বল প্রয়োগ করে ১৬৪ ধারায় জবানবন্দি আদায় করা যাবে না।
"মুফতি হান্নান তার আইনজীবীর মাধ্যমে জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন, যা আদালত নথিভুক্ত হয়েছে। এটা তো আদালতের দেখার কথা। এখন আইন প্রতিমন্ত্রী এ বিষয়ে কেন কথা বলছেন। এ থেকে বোঝা যায়, প্রতিমন্ত্রীর শলাপরামর্শে তা (জবানবন্দি) হয়েছিলো।"
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে 'মুক্তিযুদ্ধের প্রজন্ম' নামে একটি সংগঠনের কর্মসূচিতে অংশ নেন রফিকুল।
তিনি বলেন, "নির্যাতন চালিয়ে এবং হত্যার হুমকি দিয়ে জোর করে তারেক রহমানকে জড়াতে মুফতি হান্নানের কাছ থেকে মিথ্যা জবানবন্দি আদায় করা হয়েছিলো।"
খালেদার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলার অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন বিএনপি নেতা।
মানববন্ধন কর্মসূচিতে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সোহরাব উদ্দিন, আবদুল মতিন প্রধান, মুক্তিযুদ্ধ প্রজন্মের সৈয়দ মুজাম্মেল হোসেন শাহীন, ইব্রাহিম হোসাইন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩২৫ ঘ.এপ্লিকেশন গঠনানুযায়ী প্রদত্ত ইউআরএল অনুমোদিত নয়।

কোন মন্তব্য নেই :