মেয়েদের প্রয়োজনীয় মাসায়ালা মাসায়েল

কোন মন্তব্য নেই
১|মেয়েদের চুল প্রসঙ্গে
প্রশ্নঃ বর্তমানে মেয়েরা মাথায় চুল বিভিন্ন ভাবে বাঁধে ।অনেকে স্বাভাবিক ভাবে ঝুঁলিয়ে রাখে ,অনেকে খোপা বানিয়ে পিছনের দিকে ঝুলিয়ে রাখে ,কেউ কেউ সমস্ত চুল জটলা পাটিতে মাথার জমিয়ে রাখে । এখন জানার বিষয় হল মেয়েদের চুল বাঁধার শরিয়তে বিশেষ কোন নিয়ম আছে কি ?
উত্তরঃ মেয়েদের চুল বাঁধার ব্যাপারে নির্দিষ্ট কোন নিয়ম নেই , স্বাবাভিক ভাবে যার সুবিধা হয় বাধতে পারবে ।তবে লক্ষ্যণীয় হল মাথার সমস্ত চুল জটলা পাকিয়ে উপরি ভাগে উঁচু করে রাখা নিষিদ্ধ ।কারন হাদিসে এভাবে চুল রাখার ব্যাপারে কঠোর ধমকি বাণী উচ্চারিত হয়েছে ।কারন এর দ্বারা র্পদা ব্যাহত হয় ।সর্তক দৃষ্টি রাখতে হবে চুল বাঁধার ব্যাপারে বিধর্মীদের সাথে যেন মিল না হয় । বিধর্মীদের সাথে যেন সাদৃশ্য হয়,এমন সূরত ও অবলম্বন করা হাদীসে নিষেধ করা হয়েছে ।চুলের বাহারী ফ্যাশন করে বেপর্দা ভাবে চলা বা পরপুরুষের সামনে প্রদর্শন করে বেড়ানোও শরিয়তে নিষিদ্ধ ।(প্রমাণঃ মিশকাত শরীফ । ২।মেয়েদের চুল কাটা প্রসঙ্গে
।প্রশ্নঃ বিউটি পার্লারে গিয়ে মেয়েরা তাদের চুল কাটাতে বা সাজাতে পারবে কি ?
উত্তরঃ বিউটি পার্লারে সাধারণত পর্দা লংঘন হয় ।তাই পর্দা রক্ষার্থে সেখানে না যাওয়া উচিত ।এছাড়াও সেখানকার মেয়ে সাধারনত পর্দা না করে ওপেনভাবে ছলাফেরা ওকাজ করে থাকে । তাই দ্বীনদার মেয়েদের জন্য ও ঐসব বেপর্দা মেয়েদের থেকে পর্দা করা কর্তব্য ।তাই সেখানে চুল সাজানোর জন্য না যাওয়া উচিত ।স্বাভাবিক ভাবে মেয়েদের চুল কাটা নাজায়েয । বিশেষ করে পুরুষদের মতো করে কাটা কিংবা বিজাতীয় ফ্যাশন অনুসরনে চুল কাটা নাজায়েয । তবে চুল যদি কোমর ছাড়িয়ে চলে যায় আর তা হিফাজত করায় সমস্যা হয়, তাহলে অতিরিক্ত লম্বা চুলের অগ্রভাগ থেকে সামান্য কিছু কাটতে পারেন ।(প্রমান ফাতাওয়া আলগীরী ৫,৩৫৮)
৩।কপালে টিপ দেয়া প্রসঙ্গে ।
প্রশ্নঃ আমরা কপালে টিপ দেয়া নাজায়েয জানি ।কিন্তু আমার স্বামী বলেন আমাকে টিপ দিতে ।এতে নাকি আমাকে ভাল দেখায় ।এখন স্বামীর সন্তুষ্টির জন্য কপালে টিপ দেয়া যাবে কি না ।
উত্তরঃ কপালে টিপ দেয়া হিন্দুদের ধর্মীয় সাংস্কৃতিক রীতিতে পরিণত হওয়ায় তা হিন্দুদের সাথে সম্পৃক্ত হিসাবেই গন্য হয় । আর হিন্দুদের সংস্কৃতি বা তাদের গর্হিত সম্পৃক্ত কোন বিষয় কোন মুসলমানের জন্য গ্রহন করা জায়েয হতে পারে না ।কারো কাছে তা ভাল লাগলে মনে করতে হবে এ ব্যাপারে তার রুচিবোধ নষ্ট হয়ে গেছে ।তাই স্বামীর সন্তুষ্টির জন্য ও কপালে টিপ দেয়া যাবেনা । স্বামীকে বুঝিয়ে এ অন্যায় থেকে বেঁচে থাকতে হবে ।

কোন মন্তব্য নেই :