মুসলমানের হাঁসি ৬ নাসির গাজী ১
নাসির গাজীর বাড়ীর পাশে এক খৃস্টান পাদ্রীর বাসা ।খৃস্টান পাদ্রীটি প্রায় সময় নাসির গাজীর সঙ্গে ধঁম নিয়ে তর্ক বির্তক করত ।একবার খৃস্টান পাদ্রীটি রাস্তায় দাড়িঁয়ে যুক্তি দিয়ে বক্তৃতা শুরু করে দিল । সে যুক্তি দিয়ে বলতে লাগল পৃথিবীতে খৃষ্টান র্ধমই ভাল । কারন পৃথিবীতে পাচঁশ কোটি জনসংখ্যার মধ্যে খৃষ্টান জনসংখ্যাই বেশী । খৃস্টান পাদ্রীর এই বক্তিতা শুনে নাসির গাজী আর বসে খাকতে পারলেনা । নাসির গাজী খৃষ্টান পাদ্রীর কাছে গিয়ে বললেন ,আমি এখুনি আপনাকে বুঝিয়ে দেব জনসংখ্যায় বেশী হওয়াই ভালো দলীল নয় । ভাল । খৃষ্টান পাদ্রী বলল ,কি করে বুঝাবেন ।নাসির গাজী বললেন আচ্ছা বলুন তো ,রেল গাড়ীতে ফাষ্ট ক্লাসে লোক বেশী থাকে ,না র্থাড ক্লাসে লোক বেশী থাকে ?খৃষ্টান পাদ্রী বলল ,ফাস্ট ক্লাসে লোক কম এবং র্থাড ক্লাসে লোক বেশী থাকে ।নাসির গাজী বললেন -ঠিক তেমনি ভাবে আমরা মুসলমান জনসংখ্যায় কম ,আমরা হলাম ফাষ্ট ক্লাস ।আর আপনার জনসংখ্যায় বেশী ,আপনারা হলেন থার্ড ক্লাস । নাসির গাজীর এই জবাব শুনে খৃষ্টান পাদ্রী নির্বাক হয়ে গেল এবং আর কোন জবাব দিতে পারল না ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন