নারী পুরুষের সমান অধিকার ৪
সমান অধিকার দিতে হবে বলে ঐসব বাটপারেরা যারা আমাদের বোনদেরঅধিকার কেড়ে নিতে চায়,তারা কারযারা শশুড় বাড়ী থেকে যৌতুক নেয়।যেমন একছেলে একমেয়েকে বিয়ে করেছে,বাসর রাতে স্বামী স্তী যখন এক সাথে হয়েছে ।স্বামী তখনতার স্তী মহরানা পরিশোধ করে বলে,তোমার পাওনা আমি পরিশোধ করলাম,এবার তোমার পাওনা পরিশোধকর ।স্তী বলে তোমার আবার পাওনাকিসের,স্বামী বল আমি তোমার মহরানা আদাই করলাম ,সমান অধিকার দিতে হলে স্বামীর একা কেন স্তীর কেও আদাই করতে হয় ।স্তী বলে আমাকে তুমি যে টাকা গুলো দিয়েছো সে গুলো নিয়ে নাও ।স্বামী বল এভাবে হবেনা ,এটাকাগুলো আমি তোমাকে দিয়েছি ,তুমি তোমার বাপের বাড়ী থেকে এনে দিবা,আমিও আমার বাপের জমানো টাকা তোমাকে দিয়েছি ।এখন আমি আপনাদের কাছ খেকে জানতে চায়,মেয়েদের অধিকার কি এটাই ছিল,বাবা মায়ে কত কষ্ট করে তার মেয়েকে লালন পালন করে ।অচেন একটি ছেলের সাথে বিয়ে দেয়,তার সাথে আবার যৌতুক দিতে হয় লক্ষ লক্ষ টাকা ।আসলে সমান অধিকার দিতে হবে বলছিল যে দিন ,সে দিন থেকে আল্লাহ এ গজব নাজিল করেছেন ।।বর্তমান নতুন করে আরেক টি গজব নাজিল হয়েছে তার নাম ইভটিজং ।এ গজব থেকে বাঁচতেহলে বুক খোলানি পাছা দোলানী বাদ দিয়ে পেন্ট গেন্জী না পড়ে পর্দা মেনে বোখরা পড়ে রাস্তা ঘাটে যেখানে খুশি আপনি যান,আমিগেরান্টি দিয়ে বলতে পারবো আমাদের দেশের একটি মেয়েও যৌন নির্যাতনে শিকার হবেনা ।এই নিকৃষ্ট কাজটি বর্তমান স্কুল কলেজেও শুরু হয়ে ।গত কয়েক দিন আগে মানব জমিন পত্রিকায় এসেছে গত ৬ মাসে শিক্ষকদের হাতে যৌন নির্যাতনে শিকার হয়েছেন ২৯৪ জন ছাত্রী ।বাংলাদেশের সরকার নারী নিতিমালা তৈয়রী করেছে,এনিতিমালায় কি লিখেছেন আমার জানা নাই ।তবে নিতিমালা যদি নারীদের কল্যানের জন্য হয় এর সুফল তো আজও পাওয়া যায়নি ।শুধু বখাটেরাও নয় শিক্ষকরাও নারীদের কে যৌন নির্যাতন করতেছে ।তা হলে আমাদের দেশের মেয়েরা কি ঐসব নরপশুদের খেলনার পতুল ।এটাই কি মেয়েদের অধিকার ,এটাই কি মেয়েদের প্রাপয়,মেয়ে হয়ে জম্ম নিয়েছিল এটাই কি তার দোষ,কিন্তু যে মেয়েদের পিতা হয়েছেন বিশ্ব নবী নিজেই ,আসলে যে মানুষ ইসলামের বাহিরে চলে যায়,সে মানুষ থাকেন পশু হয়ে যায় ।সরকার যদি নারীদের কল্যান চান ,তা হলে আপনি ইসলামের আইন জারী করে দিন,মেয়েরা যদি ঘরের বাহিরে কোথাও যেতে হয় তা হলে সে যেন বোখরা পড়ে যায় ।কারন যেসব মেয়েরা যৌন নিপরনে শিকার তারা সবাই বেপর্দা বেপোরা ভাবে চলা ফেরা করে । একটা বখাটে যখন পাগল হয় , ঐমেয়ের পা দেখে পাগল হয়না ,পাগল হয় মেয়েটির চেহার এবং খোলা মেলা বুক দেখে ।স্কুল কলেজে ছাএ ছাত্রীদের আলাদা করে দিন,তা হলে অবৈধ প্রেম বন্ধ হয়ে যাবে । ছাত্রী দের জন্য মহিলা শিক্ষক ছাএদের জন্য পুরুষ শিক্ষক নিয়োগ দেন ,তা হলে যৌন নির্যাতন বন্ধ হয়ে যাবে ।
বাকী অংশ পড়ুন
নারী পুরুষের সমান অধিকার ৫ এ
বাকী অংশ পড়ুন
নারী পুরুষের সমান অধিকার ৫ এ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন