মুসলমানের হাঁসি ৩
সাপে আর ব্যাঙ্গে দোস্তী ,দুই বসে গল্প করতেছে ।হঠাত্ ব্যাঙ্গ সাপকে বলতেছে দোস্ত তুমি দেখতে খুব সুন্দর এবং খুব লম্বা ।তুমি যখন ফানা ধরো কিযে সুন্দর লাগে ভাষায় প্রকাশ করতে পারবোনা । কিন্তু তোমার চলন বাঁকা ,সোজা হয়ে চলতে পারোনা ।ব্যাঙ্গতো ভাল কথাই বলছে ,সাপ ভাবছে হে আমার দোশ ধরছে ।এমনি সাপ ওঠে বলে দেড় টাকার ব্যাঙ্গ তিন টাকার কথা ।তোকে আজকে খাইছি এমন ফানা ধরছে মারার জন্য ।ব্যাঙ্গ দেখে তার জীবনের কাম শেষ ,এমনি ফাল দিয়ে পানিতে পড়ে , লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতুম মিনাযযোয়ালিম পড়া আরম্ভ করছে ।সাপে এদিকে ফুঁস ফুঁস শব্দ করতেছে ।পাশে আছলো রাখাল ছেলে সে বলতেছে ফুঁস ফুঁস শব্দ কিসের হয় ।তাকিয়ে দেখে সাপ ,অ তুই নি ।ওভা তোরে সাইজ করতেছি ,হাতে আসলো লাঠি ।মারতে মারতে হাড় মাংস ভেঙ্গে আধা মরা করে রাস্তাত সোজা করে রাখছে । ব্যাঙ্গ পানির নিচ থেকে ওঠে দেখে দোসতের টাইম শেষ ।কানের কাছে গিয়ে বলে দোসতো সোজাতো হইলা ঠিকি ।হেদায়া তুল্লার মার খাইয়া হইছো আমার কথাই অইছোনা ।ঠিক তেমনি ভাবে আমরাও একদিন সোজা হবো মরার পরে ,তার আগে নয় ।একদল লোক আছে তারা বলে যেমনে মন চায় তেমনি চলুম ।যেমনে মন চায় তেমনে নাচুম পুতুলের কি দোষ ।মরার পরে ফেরেস্তারাও বলবে যেমনে মন চায় তেমনে বাইরামু আমার কি দোষ ।আল্লাহ সুযোগ দিয়েছে নাচার জন্য ,তাই যা নাচার দুনিয়াতে নাচিয়া লাও ।আল্লাহ যে দিন ধরবেন সেদিন বুঝবেন নাচার মজা কারে বলে ।কেমন লাগল নিচে লিখুন ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন