অপবাদ রটনা - যুবকের মৃত্যু

কোন মন্তব্য নেই
অপবাদ রটনা
কেন যুবক সংজ্ঞাহীন হলো? কেনই
বা যুবতীর বাড়ীর দরজায়
পড়ে থাকলো? এর সঠিক উত্তর
পাওয়া সহজসাধ্য ব্যাপার নয়।
এমতাবস্থায় সাধারণতঃ যুবককেই
দায়ী করা হয়। কিন্তু এই যুবক ছিল
একান্ত আল্লাহ ভীরু, পাক-পবিত্র
চরিত্রের অধিকারী। সে ছিল মাতা-
পিতার খেদমতগোযার। চরিত্রহীনতার
লেশমাত্র ও তার মধ্যে ছিল না। তাই
বিষয়টি জটিল
হয়ে পড়ে এবং লোকজনের মাঝে শুরু হয়
বিভিন্ন ধরণের জল্পনা-কল্পনা। এ
কারণে তার পরিবার-পরিজনও
অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ে।
যুবকের মৃত্যু
দীর্ঘ সংজ্ঞাহীনতার পর জ্ঞান
ফিরে আসলে শ্রদ্ধেয়
পিতা তাকে সংজ্ঞাহীনতার আসল
কারণ জিজ্ঞাসা করে। কিন্তু এদিস
সেদিকের কোন উত্তর
না দিয়ে উপরোক্ত
আয়াতখানা তেলাওয়াত করে চিৎকার
করে ওঠে এবং পুণরায় সংজ্ঞাহীন
হয়ে পড়ে। এবার আর তার
চেতনা ফিরে আসেনি, এই সংজ্ঞাহীন
অবস্থায়ই সে মৃত্যুবরণ করে।
Next post হযরত উমরের শোক - কবর যিয়ারতে আমীরুল মুমেনীন
শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন

কোন মন্তব্য নেই :