সব কিছুর সঙ্গে মানিয়ে চলবেন না

কোন মন্তব্য নেই

আপনি সব সময় অন্যায়, অবিচার, অপসংস্কৃতি, হিংসা, বিবাদ অশ্লীলতার সঙ্গে মানিয়ে না চলে বরং যারা এসবের মধ্যে রয়েছে তাদেরকে আপনার সৃজনশীলতা বুদ্ধিসত্ত্বাও স্মার্টনেস দিয়ে বুঝান তারা যেটা করছে সেটা স্মার্টনেস নয়। যদিও প্রথম প্রথম অনেক চাপ সইতে হবে। আপনি যখন সকল প্রতিকূলতা কাটিয়ে নতুনত্ব ও আলাদাভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন। যখন এই অপস্মার্টনেসের সঙ্গে নিজেকে না মিলিয়ে সকলকে বুঝতে সক্ষম হবেন। তখনই প্রকৃত স্মার্টনেস ফুটে উঠবে। তখন দেখবেন অনেকেই আপনার স্টাইল ফলো করছে। আবার অনেকে আছে ফরমাল অনুষ্ঠানে নিজেকে মানিয়ে নিতে পারেনা। এসব ক্ষেত্রে মানিয়ে নেওয়া উচিৎ। আনন্দ উপভোগ করা উচিৎ, হাসি ঠাট্টা করা উচিৎ।


কোন মন্তব্য নেই :