প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীকে ধর্ষণ

কোন মন্তব্য নেই
প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় বেড়াতে এনে এক কলেজছাত্রী (১৬)-কে ধর্ষণ করেছে সুমন নামে এক যুবক। গুরুতর আহত অবস্থায় ওই কলেজছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত তরুণী মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। সে জানায়, সপ্তাহ খানেক আগে সুমন নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। সুমন ছাত্রীর পরিবারের সবাইকে চেনে বলে তার মোবাইল নম্বর নেয়। পরে রাতে তাদের একাধিকবার কথা হয়। কথোপকথনের একপর্যায়ে সুমন মেয়েটিকে সংসদ ভবনে চাকরি করে এবং  ঢাকায় ঘুরতে আসতে বলে। সুমনের কথামতো গত শুক্রবার মেয়েটি বাসার কাউকে না বলে বাসে ঢাকার গুলিস্তানে এসে নামে। সেখান থেকে সুমন তাকে সিএনজিযোগে সংসদ ভবন এলাকায় নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ ঘোরানোর পর রিকশাযোগে তার বাসা দেখাতে নিয়ে যায়। সংসদ ভবন এলাকা থেকে একটি রিকশাযোগে কিছু দূর যাওয়ার পর রিকশা ছেড়ে দিয়ে কিছু দূর হেঁটে যায় তারা। পরে ‘টুটুল ভবন’ নামে একটি বাসায় নিয়ে যায়। ওই বাসায় একজন মধ্য বয়সী মহিলা ও সাত-আট মাসের নবজাতক ছিল। সুমন ওই মহিলাকে ভাবী বলে ডেকেছে। পরে একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার পর সে কান্নাকাটি শুরু করলে তাকে একটি সিএনজিযোগে গুলিস্তানে এনে শ্রীনগরের বাসে তুলে দেয়। মেয়েটি শ্রীনগরে বাস থেকে নেমে অসুস্থ হয়ে পড়ে। ধারাবাহিকভাবে রক্তক্ষরণ শুরু হলে সে মোবাইল ফোনে মাকে সব কিছু খুলে বলে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীনগর হাসপাতালে ও পরে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যায়। হাসপাতাল সূত্র জানায়, মেয়েটির রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে ওসিসি থেকে ২১৪ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। ওই কলেজ ছাত্রীর পিতা আইয়ুব আলী জানান, তারা ধারণা করছেন মেয়েকে নিউ মার্কেট এলাকার কোন বাসায় নিয়ে গিয়েছিল। এ কারণে তারা চিকিৎসা শেষে নিউ মার্কেট থানায় মামলা করবেন বলে জানান। নিউ মার্কেট থানার ওসি ইয়াসিন আরাফাত বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।by mzamin.com

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ।

 এই ব্লগে পড়তে কি সমস্যা হয়?আপনার কি টাকা বেশি খরচ হয়ে যায়?

কোন মন্তব্য নেই :