নাস্তিকেরা হল আসল মূর্খ।

কোন মন্তব্য নেই

মূর্খ না হলে কি বলে এই পৃথিবী এমনিতেই সৃষ্টি হয়ে গেছে।
এতো বড় পৃথিবী এমনিতেই সৃষ্টি হয়ে গেল কিন্তু কম্পিউটার সহ যাবতীয় সরঞ্জাম কেন মানুষেরা তৈরী করল,
এই গুলি কেন এমনিতেই  সৃষ্টি হতে পারল না,
এটা কেমন আবাল মার্কা যুক্তির  কথা?

যারা ধর্ম মানে তারা না কি ধর্মান্ধ?
কিন্তু আসল ধর্মান্ধ তারাই যারা ধর্ম মানে না।
ধর্ম যদি না থাকতো তা হলে এই পৃথিবীর মানুষ গুলি মানুষ থাকতো না পুশু হয়ে
যেতো।
আজ থেকে ১৪০০ শ বছর আগের কথা চিন্তা করে দেখেন উত্তর পেয়ে যাবেন।
আজ থেকে ১৪০০শ বছর আগের মানুষ গুলো কি মানুষ ছিল না কি মানুষ রূপি
পুশু ছিল?
তারা জীবন্ত নারী শিশুদের কে হত্যা করতো,
নারীদের ইজ্জত লুট করতো,
তাদের কে ভোগের বস্তু মনে করতো।
সেই একটি আঁধার সমাজ কে আলোর পথে নিয়ে আসলো ইসলাম।
 নাস্তিকেরা ও ধর্ম মানতো যদি ধর্ম গুলি অবাধ যৌনতার অনুমতি দিতো।
ধর্ম গুলি অবাধ যৌনতার অনুমতি দেয় নাই বলেই তারা ধর্ম মানতে নারাজ।
কেননা কোনোই ধর্মই অবাধ যৌনতার  অনুমতি দেয় নাই .
 আর  অবাধ যৌনতার  সব চেয়ে কঠিন অবস্থানে আছে ইসলাম।
যার কারনে তাদের ভিতরে এতো চুলকানি।

তারা বলে অসাম্পদায়িক সমাজ গঠন করতে?
কত বড় আবাল হলে এই ধরনের কথা বলতে পারে?
ইসলাম সাম্পদায়িক, হিন্দু সাম্পদায়িক,খৃষ্টান সাম্পদায়িক,বৌদ্ধ  সহ
আরো অন্য ধর্ম গুলিও সাম্পদায়িক।
আর যারা ধর্ম মানেনা তারা হল অসাম্পদায়িক।
এতো সাম্পদায়িক থাকতে আপনি কিভাবে অসাম্পদায়িক সমাজ গঠন করবেন?
আপনাদের কাছে আমার প্রশ্নঃ পুরুষ জাতি হল পুংলিঙ্গ, নারী জাতি স্ত্রীলিঙ্গ, কিন্তু হিজড়া গুলি কি লিঙ্গ???
এখন হিজড়া নামের বলদ লিঙ্গের গুলি যদি বলে আমরা বলদ লিঙ্গের সমাজ
গঠন করতে চাই তা হলে এটা কি করে সম্ভব?
তাদের কথা শুনে আপনি আপনার লিঙ্গ বিসর্জন দিবেন?
না দিলে আপনি বলদ বা অলিঙ্গের সমাজ গঠন করবেন কি করে?

এখন আপনি যদি অসাম্পদায়িক সমাজ গঠন করতে যান তা হলে,
মুসলিম, হিন্দু, খৃষ্টান,  বৌদ্ধ, সব গুলই সাম্পদায়িক,
এখন অসাম্পদায়িক সমাজ গঠন করতে গেলে এই সব সাম্পদায়িক বাদ দিতে
হবে,
এই সাম্পদায়িক বাদ না দিয়ে আপনি কি ভাবে অসাম্পদায়িক সমাজ গঠন করবেন?
আবাল কি গাছে ধরে না কি বলদের পাছা দিয়ে বের হয়?
আমার মনে হয় এই বলদ গুলির পাছা দিয়া বের হয়।
গটি কয়েক হিজড়ার জন্য যেমন নিজের লিঙ্গ বিসর্জন দেওয়া যায় না ঠিক
তেমনি ভাবে কিছু উগ্রবাদী নাস্তিকদের কারনে নিজের ধর্ম চেতনার কথা বিসর্জন
দেওয়া যায় না।

রাষ্ট পরিচালনা করতে গেলে যেমন সংবিধানের প্রয়োজন হয়,
ঠিক তেমনি ভাবে মানুষের জীবন পরিচালনা করতে হলে ধর্মের প্রয়োজন হয়।
এই সমাজের আসল মুক্তি আসবে তখন যখন সবাই নিজের ধর্মের চেতনায় আদর্শিত
হবে।
মানব রচিত আইনের নয়?
 সব ধর্মেই ভাল কথা বলে।
তবে ইসলাম আরো এগিয়ে।
ইসলাম শুধু ভাল কথা বলে না,
তার সাথে দেখিয়ে দেয় কিভাবে ভাল সমাজ গঠন করতে হবে।
আল্লাহ আমাদের সকল কে ইসলামের মূলবোধ বুঝার তৌফিক দান করুন।
আমিন.....................................।


আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ। এই ব্লগে পড়তে কি সমস্যা হয়?আপনার কি টাকা বেশি খরচ হয়ে যায়?

কোন মন্তব্য নেই :