স্বামী স্ত্রীর সমান অধিকার

কোন মন্তব্য নেই


পবিত্র কুরআনে একথা ঘোষণা করেছে যে, হে মানব তোমাদের প্রভুর প্রতি সজাগ হও;
তিনি তোমাদের কে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং একই প্রান থেকে তোমাদের
জীবন সঙ্গিনীদের কে  সৃষ্টি করেছেন ।(৪_১)

উক্ত আয়াত থেকে প্রমাণিত হয় উৎসগত দিক দিয়ে নারী পুরুষ পরস্পর সমান।
আশরাফুল মাখলুকাত হিসেবে নারী পুরুষ উভয়েই সন্মানের পাত্র।
হযরত মুহান্মদ (সাঃ) প্রদর্শিত জীবনাদর্শে মৌলিক ভাবে সকলেই সমান পরিগণিত
হয়েছে।
যেমন ইসলামের বিধান চোর, নারী হোক বা পুরুষ হোক, সে যদি ১০ দিরহাম
বা তুদুমুল্যের সম্পদ চুরি করে, তবে তার হাত কাটা হবে।(মায়িদা ৩৮)

তেমনি ব্যভিচারী নারী হোক বা পুরুষ হোক অবিবাহিতা হলে একশত দোরা মারার হুকুম।( সুরা নুর)

আর বিবাহিত হলে সঙ্গে সারের হুকুম।
কিসাস বা হত্যার বদলে হত্যার বিধানেও নারী পুরুষ উভয়ে সমান গণ্য (সুরা বাকারা_ আয়াত ১৭৫)

রাসুলে (সাঃ) বলেছেনঃ স্ত্রী হত্যা কারী পুরুষের প্রাণ দন্ড হবে।
তা ছাড়া ইসলামী জীবন ব্যবস্থায়  যেমনঃ নামায রোজা ইত্যাদি ক্ষেত্রে ও নারী পুরুষ সবাই সমান।

পবিত্র কুরআনে ইরশাদ হয়েছেঃ যে ঈমান আনে সৎ কর্মে প্রবৃত্ত হবে, সে নারী হোক
বা পুরুষ, তারা সকলেই হবে জান্নাত বাসী।           



আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ। এই ব্লগে পড়তে কি সমস্যা হয়?আপনার কি টাকা বেশি খরচ হয়ে যায়?

কোন মন্তব্য নেই :