রমযান মাস ধর্ম ব্যবসায়ীদের মাস ।

কোন মন্তব্য নেই
 
 আমরা দেখতে পাই আমাদের দেশের মিডিয়া গুলি সারা বছর উল্টা পাল্টা চলে
রমযান মাস আসলে সাধু সাজে।
মেয়ে সাংবাদিকরা সাংঘাতিক বেপর্দা হতে বের হয়ে আসে।
সারা বছর নানান রকম  গান বাজনা, নায়ক নায়িকাদের বেহাইয়াপনা প্রচার করে
রমযান এলে প্রচার করে বিভিন্ন কোরআন হাদিসের বানী।
ছাড়ে বিভিন্ন হামদ ও নাত।
কিন্তু রমযান যখন চলে যায় তাদের মাঝে এই সব খুজে পাওয়া যায় না।
মোবাইল অপারেটর গুলি চালু করে সেহরি ও ইফতারের এলার্ট সার্ভিস।
এর বিনিময়ে কেটে নেয় নির্দিষ্ট পরিমাণে টাকা।

আর এর চেয়ে ভয়াবহ ব্যাপার হল রমযান এলে আমাদের দেশের ব্যবসায়িরা
 ডাকাত হয়ে যায়।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে আকাশ ছুয়ে যায়।
যে মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আগের চেয়ে কমার কথা তা না হয়ে এর বেড়ে
গুণ থেকে কোন কোন পণ্যের তিন গুন পর্যন্ত বেড়ে যায়।
এই যদি অবস্থা হয় তা হলে গরীব কি খেয়ে রোযা রাখবে?
বর্তমানে সময়ে তো বাজারে ভালো সবজীও নেই,
আলু , পটল , কাকরল, ছাড়া বাজারে আর কি আছে?
টমেটো, শিম এখনো বাজারে আসেনি?
যদি বাজারে আসলে তার দাম হবে প্রতি কেজি ১২০ থেকে ১৫০ টাকা।
কয় দিন আগে মানব জমিনে দেখলাম পেঁয়াজের প্রতি কেজিতে ব্যবসায়িদের লাভ
১৮ টাকা।
এই যদি আবস্থা হয় তা হলে গরিবের পেটে ডাল ভাত ছাড়া আর কিছু জুটবেনা।
ব্যবসায়ীরা কি পারতো না এই একটি মাসে তারা লাভ কম করে বাজার কে নিয়ন্ত্রণ
রাখতে?

কিন্তু তারা করবে না।
করলে তাদের হালুয়া রুটিতে পিঁপড়া ঊঠে যাবে।
বলেছিনা রমজান মাস ধর্ম ব্যবসায়ীদের মাস।

কিন্তু ইসলাম ধর্ম রিতি অনুযায়ি আমাদের দেশের আলেম উলামারা যখন রাজনিতি
করে তখন তাদের কে বলে ধর্ম ব্যবসায়ী।

এটায় হল আমদের দেশের অবস্থা।     


আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ। এই ব্লগে পড়তে কি সমস্যা হয়?আপনার কি টাকা বেশি খরচ হয়ে যায়?

কোন মন্তব্য নেই :