বোরখা কি ফ্যাশন?
এটা কি ইসলাম সম্মত পোশাক? |
আজ কের মেয়েদের দেখা পর্দা নামে ফ্যাশন জাতীয় বোরখা পড়তে।
এই বোরখা গুলি দেখতেও আকর্ষণীয়।
এবং দেখতে অনেক টা টাই সাইট ও হাঁটুর নিচ পর্যন্ত লম্বা থাকে।
পায়ের গিরা পর্যন্ত নয়।অনেক মেয়েদের কে দেখেছি হাঁটুর উপরে পড়তে।
তার সাথে আরও দেখা যায় যে এই ধরনের বোরখা পড়ার সাথে মাথায় ছোট উরনা পড়ে
যা দিয়ে শুধু মাথা ঢাকে বুক নয়?
প্রশ্ন হচ্ছে গিয়ে তার কি বোরখা পড়ে পর্দা খাতিরে নাকি ফ্যাশন হিসাবে?
এই ধরনের বোরখা তো পর্দায় পড়ে না।
তা হলে তারা নিশ্চয় ফ্যাশন হিসাবে পড়ে।
ফ্যাশন হিসাবে পরলে এটা পর্দার আওতায় পড়ে কি ভাবে।
এটা তো পর্দা হচ্ছে না।
কারন পর্দা পোষাক হতে হবে এমন যা দিয়ে তার বুকটা, মাথাটা ও পায়ের গিরা পর্যন্ত
ঢেকে যায়।
পর্দা পোশাক হতে এমন যা বিপরিত লিঙ্গ কে আকৃষ্ট না করে।
পর্দা পোশাক হতে হবে এরকম যেটা পরলে দেহের অঙ্গ গুলি ফুটে না উঠে।
পোশাক টা এমন হতে হবে যেটা আকর্ষিণীয় নয়?
বোরখা পরা মানে পুরুষদের কুদৃষ্টি হতে নিজে কে রক্ষা করা।
এখন বোরখা নামের পোশাক টা যদি আকর্ষিণীয় হয় এবং তা দ্বারা যদি
দেহের অঙ্গ ফুটে উঠে তা হলে এই ধরনের বোরখা পরে লাভ কি?
কি লাভ বোরখা নামের হিজাব পোশাকটির অপমানিত করতে?
নাকি আপনারা এই ধরনের ফ্যাশন হিজাব টি পরেন আপনি কতটা আকর্ষিণীয়
তা সমাজের কাছে তুলে ধরতে?
এর বিপরিত আর কিছু হতে হতে পারে না।
বর্তমানের ফ্যাশন বোরখা পরা মেয়েদের কাছ থেকে আমি জানতে চাই
আপনারা কি এ ধরনের পোশাক পরে পুরুষদের কুদৃষ্টি হতে এবং আপত্তিকর মন্তব্য
হতে নিজে কে রক্ষা করতে পারতেছেন?
আপনাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্নঃ এই পোশাক তো ইসলাম সম্মত নয়,
তা হলে এই ফ্যাশন বোরখা পরে আপনারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন?
নিজের দেহকে যদি রাস্তার পুরুষদের দেখাতে এতোই পছন্দ করেন তা হলে আর বোরখা পরেন ক্যান?
রাস্তা উলঙ্গ হয়ে হাঁটতে পারেন না?
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ। এই ব্লগে পড়তে কি সমস্যা হয়?আপনার কি টাকা বেশি খরচ হয়ে যায়?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন