অতিরিক্ত সঙ্গমের ক্ষতি,সবাই পড়ে নিন।সৈয়দ রুবেল।

1 টি মন্তব্য









অতিরিক্ত সঙ্গমের ফলে যোনীদ্বার ক্ষত বিক্ষত ও জরায়ু দুর্বল হইয়া যায়।
সুতরাং জরায়ুতে পুরুষের বীর্য স্হির থাকিতে পারে না।
তাহার ফলে সন্তান উৎপাদন সুদূরপরাহত হইয়া উঠে।
তাহা ছাড়া যোনীর শিরা গুলি ঢিলা হইয়া পড়ে।
যার কারণে স্বামী স্ত্রী উভয়েই সুখ অনুভব করতে পারেনা।
বরং স্ত্রীর নিকট যন্ত্রনার কারন হয়ে দাঁড়ায়।
এমন অবস্হায় স্ত্রীর কঠিন রোগ হইয়া পড়ে।
শরীর কল্কালসার হয়,চেহারা বিশ্রী হইয়া যায়।
এবং অনিয়মিত হায়েজ ও পরিপাক শক্তি হ্রাস পায়।
এই ভাবে স্ত্রীর জীবন বিপজ্জনক হইয়া উঠে।
পুরুষের শারীরিক অবস্থার অবনতি ঘটিলে সেই সঙ্গে মানসিক
অবস্থার ও অবনতি সংঘটিত হয়, পড়ে উহা প্রকৃ্ত অবস্থায় আনিতে বহু সমস্যার
সৃষ্ট হয়।
অত্যাধিক শুক্র ক্ষয়ের ফলে পুরুষত্বহানির আশঙ্কা হইয়া থাকে।
ক্রমে ক্রমে ধাতু দুর্বলতা , শুক্রতারুল্য, জননেন্দ্রিয়ের শিথিলতা,
মাংসেপেশরি অবসন্নতা, প্রমেহ, ঘূর্ণন ইত্যাদি দুরারোগ্য ব্যা্ধিতে  পাইয়া বসে।
এই ভাবে ক্রমশঃ শয্যা শয়ী হইয়া হইয়া প্রিয়তমার সহিত মিলন স্পৃহা হইতে সম্পুর্ণ বঞ্চিত হইয়া
অকালে গোরগহ্বরে প্রস্হান করে।

এই বিষয়টি জানার পরও যে পুরুষ তার স্ত্রীর প্রতি যত্নবান নায় হয়?
সেই সমস্ত স্বামীদের জন্য সর্তক বার্তা হলো, তোমার মতো স্বার্থ পর স্বামী বাংলার বউ দের দরকার নাই।
তুমি তোমার স্ত্রীর মনের খবর নেও।
ঘণ্টার পর ঘণ্টা সেক্স করেও যদি তুমি তোমার সেক্সের জ্বালা মিটাতে না পারো?
তা হলে সাগরে ঝাঁপ দিয়ে মরো।
এর চাইতে ভালো পরামর্শ আমার জানা নাই।
যদিও আমার ব্লগের নাম জানার আছে অনেক কিছু,
তুবুও আমি জানিনা অনেক কিছু।

এই পোস্টটি যারা স্বামীর দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন?
সেই সমস্ত বোনদের জন্য সৌজন্য দিলাম।
my facebook@ Syed Rubel Write facebook
Next post @

স্ত্রী সহবাসের উপযুক্ত সময়

শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।তাদের কে জানতে দিন অজানা বিষয় গুলি।প্রকাশক ও সম্পাদক ব্লগার_সৈয়দ রুবেললেখকজানার আছে অনেক কিছু

1 টি মন্তব্য :

নামহীন বলেছেন...

apnar kisu post porlam...valo likhen apni...r tie ekta internal question jante icche krlo? actually ami janina ai ques er answer..seta holo...before marriage, onek chele ra to handling kre...ete kre ki biar por khub besi problem hoy? abar oneker biar age sopno dos besi hoy...tahole ai prblem theka mukti pawar upay ki?