ইসলাম ও যুব সমাজ

কোন মন্তব্য নেই
যুবকদের গুরুত্ব
স্থান-কাল নির্বিশেষে মানবতার
উৎকর্ষ সাধনে যুবকদের অবস্থান ও
গুরুত্ব অপরিসীম। যে কোন জাতির
উত্থান-পতন, জাতীয় ঐতিহ্য,
সংস্কৃতি, কৃষ্টি-সভ্যতা, শিক্ষা-
দীক্ষা, উন্নতি অগ্রগতি ও দেশের
স্বাধীনতা-সার্বভৌমত্ব
সংরক্ষণে যুব সমাজই হচ্ছে নিয়ামক
শক্তি। তাদের উপরই নির্ভর করে দেশ
ও জাতির ভবিষ্যত। একথা সর্বজন
স্বীকৃত।
বুখারী শরীফের হাদীসে বলা হয়েছে-
“কিয়ামতের কঠিন ময়দানে সাত
প্রকার লোক
নিরাপদে থাকবে এবং অত্যন্ত সম্মান
ও মর্যাদার সাথে আরশের
নীচে রহমতের শীতল
ছায়া লাভে সৌভাগ্যবান হবে। তাদের
মধ্যে অন্যতম হবে ঐ সমস্ত যুবকগণ,
যার যৌবনের তাড়না সংযত রেখে বস্তু
ও জড়বাদী বন্ধন ছিন্ন করে ইসলামের
জন্য নিবেদিত প্রাণ,
যারা যৌবনকালে অত্যন্ত একগ্রতা ও
মনোযোগের সাথে নিজেদেরকে আল্লাহ
পাকের ইবাদত ও রিয়াজতে নিমগ্ন
রেখেছে।


শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন
Next মুসলিম যুবকদের ভূমিকা

কোন মন্তব্য নেই :